পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Feeding Beer to Dog: দেরাদুনে পোষা কুকুরকে বিয়ার খাওয়ানোর ভিডিয়ো ভাইরাল, মালিকের বিরুদ্ধে দায়ের মামলা - Girl Giving Beer to Dog

দেরাদুনে এক পোষ্য কুকুরকে তার মালিক দিলেন বিয়ার ৷ আর সেই ভিডিয়ো শেয়ার করলের সোশাল মিডিয়ায় ৷ আর তা ভাইরালও হয়ে গেল অল্প সময়ের মধ্যে ৷ পোষা কুকুরকে এই বিয়ার দেওয়ার ভিডিয়ো দেখে পুলিশ ওই মেয়েটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ৷

Girl Giving Beer to Dog
ভাইরাল ভিডিয়োতে মালিকের বিরুদ্ধে দায়ের মামলা

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 8:33 PM IST

দেরাদুন, 6 সেপ্টেম্বর:শীত-গ্রীষ্ম-বর্ষা, বছরের যে কোনও সময়েই সুরাপ্রেমীদের কাছে বিয়ার ভীষণই উপাদেয়। তবে এই একই ঘটনা কোনও প্রাণীর ক্ষেত্রে ক্ষতিকারক ৷ তারই প্রমাণ মিলেছে একটি ভিডিয়োতে। উত্তরাখণ্ডের দেরাদুনে এক পোষ্য কুকুরকে সম্প্রতি বিয়ার পান করান তার মালকিন ৷ কুকুরকে বিয়ার খাওয়ানোর সেই ভিডিয়ো মালকিন শেয়ারও করেন সোশাল মিডিয়ায় ৷ সোশাল মিডিয়ায় এই ভিডিয়োটি ভাইরাল হওয়ায় পুলিশের নজরে আসে ৷ তারপরই ওই তরুণীকে খুঁজে বের করে পুলিশ ৷

পুলিশ ওই তরুণীর বিরুদ্ধে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। দেরাদুনের এসএসপি দলীপ সিং কুনওয়ার জানিয়েছেন, এই ঘটনায় ওই মেয়েটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজকাল কেউ কেউ সোশাল মিডিয়ায় বেশি লাইক এবং কমেন্ট পেতে ও নিজে ভাইরাল হওয়ার জন্য বা নতুন কিছু করার চেষ্টা করে। তবে নতুনত্বের তারণায় অনেক সময় সব সীমা অতিক্রম করে মানবতা ভুলে যায় মানুষ। দেরাদুনের ওই তরুণীও একই কাজ করেছে।

মেয়েটি তার পোষা কুকুরকে বিয়ার দেয় এবং তারপর তার ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করে ৷ আর তা বেশ ভাইরাল হয়। যাইহোক, পোষা কুকুরের সঙ্গে এই ধরনের মজা একেবারেই ঠিক নয় ৷ এই ঘটনায় পুলিশ ওই তরুণীর বিরুদ্ধে মামলা করেছে। দেরাদুনের এসএসপি আরও বলেছেন, এমন কোনও ভিডিয়ো তৈরি করবেন না যাতে প্রাণীদের ক্ষতি হয় বা যা আইনের পরিপন্থী। এ ধরনের কোনও ভিডিও পুলিশের নজরে এলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কখনোই এই ধরনের প্রাণীদের কাছে বিয়ার অথবা অন্য কোন অ্যালকোহল রাখা উচিত নয়।

আরও পড়ুন:চন্দননগর হাসপাতালে মৃতের রক্ত চেটে খাচ্ছে কুকুর ! চরম উদাসীনতার অভিযোগ বিজেপির

ABOUT THE AUTHOR

...view details