দেরাদুন, 6 সেপ্টেম্বর:শীত-গ্রীষ্ম-বর্ষা, বছরের যে কোনও সময়েই সুরাপ্রেমীদের কাছে বিয়ার ভীষণই উপাদেয়। তবে এই একই ঘটনা কোনও প্রাণীর ক্ষেত্রে ক্ষতিকারক ৷ তারই প্রমাণ মিলেছে একটি ভিডিয়োতে। উত্তরাখণ্ডের দেরাদুনে এক পোষ্য কুকুরকে সম্প্রতি বিয়ার পান করান তার মালকিন ৷ কুকুরকে বিয়ার খাওয়ানোর সেই ভিডিয়ো মালকিন শেয়ারও করেন সোশাল মিডিয়ায় ৷ সোশাল মিডিয়ায় এই ভিডিয়োটি ভাইরাল হওয়ায় পুলিশের নজরে আসে ৷ তারপরই ওই তরুণীকে খুঁজে বের করে পুলিশ ৷
পুলিশ ওই তরুণীর বিরুদ্ধে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। দেরাদুনের এসএসপি দলীপ সিং কুনওয়ার জানিয়েছেন, এই ঘটনায় ওই মেয়েটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজকাল কেউ কেউ সোশাল মিডিয়ায় বেশি লাইক এবং কমেন্ট পেতে ও নিজে ভাইরাল হওয়ার জন্য বা নতুন কিছু করার চেষ্টা করে। তবে নতুনত্বের তারণায় অনেক সময় সব সীমা অতিক্রম করে মানবতা ভুলে যায় মানুষ। দেরাদুনের ওই তরুণীও একই কাজ করেছে।