পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Drunk Driver: অটোয় ধাক্কা মেরে থেমে গেলেন স্কুলবাসের মদ্যপ চালক ! তটস্থ 40 খুদে পড়ুয়া

মহারাষ্ট্রে (Maharashtra) দুর্ঘটনার কবলে স্কুলবাস ৷ ধৃত মদ্যপ চালক (Drunk Driver) ৷ তারপর কী হল ?

case filed against Drunk Driver after school bus collided with auto in Maharashtra
Drunk Driver: অটোয় ধাক্কা মেরে থেমে গেলেন স্কুলবাসের মদ্যপ চালক ! তটস্থ 40 খুদে পড়ুয়া

By

Published : Dec 14, 2022, 9:07 PM IST

নবি মুম্বই, 14 ডিসেম্বর:অল্পের জন্য রক্ষা পেল 40 জন খুদে স্কুলপড়ুয়া ৷ স্কুলে যাওয়ার পথে একটি অটোর সঙ্গে ধাক্কা মারল তাদের সওয়ারি ৷ মঙ্গলবার সকাল 8টা (আটটা) নাগাদ ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের (Maharashtra) উলবের 21 নম্বর সেক্টরে ৷ পরবর্তীতে জানা যায়, দুর্ঘটনার সময় স্কুলবাসের চালক মদ্যপ (Drunk Driver) ছিলেন ! আর তার জেরেই ঘটে যায় এই দুর্ঘটনা ৷

প্রত্যক্ষদর্শীরা বলেন, দুর্ঘটনার পরই হঠাৎ করে রাস্তার মাঝখানে একটি ঝাঁকুনি দিয়ে স্কুলবাসটি দাঁড়িয়ে পড়ে ৷ এর ফলে বাসের ভিতরেই সিট থেকে নীচে পড়ে যায় শিশুরা ৷ তবে, এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি ৷ বাচ্চাদেরও কারও তেমন কোনও চোট লাগেনি ৷ তবে, দুর্ঘটনার পর সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ তাতে মদ্যপ বাসচালককে দেখা গিয়েছে ৷ এই ঘটনার পরই তাঁর বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷

আরও পড়ুন:দিল্লিতে অ্যাসিড হামলা, আক্রান্ত দ্বাদশের ছাত্রী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া বাসটির মালিকের নাম সঞ্জয় জলগাঁওকর ৷ বাসটি চালাচ্ছিলেন 65 বছরের অশোক থোরাট ৷ পৃথ্বীরাজ ঘোরপড়ে নামে পুলিশের এক আধিকারিক এই প্রসঙ্গে বলেন, "দুর্ঘটনার পর অভিযুক্ত বাসচালককে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয় ৷ তিনি যে মদ্যপ ছিলেন, তা চিকিৎসকরাও পরীক্ষা করে জানিয়েছেন ৷ মদ্যপান করে স্কুলবাস চালানো এবং বেপরোয়া গাড়ি চালানোর জন্য তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷"

প্রসঙ্গত, মঙ্গলবার যে স্কুলের বাসটি দুর্ঘটনার কবলে পড়েছিল, সেটি হল ইন্ডিয়ান মডেল স্কুল ৷ স্কুলের এক কর্মী বৈভব পণ্ডিত এই প্রসঙ্গে বলেন, "পুলিশের কাছে আমরা ইতিমধ্য়েই অভিযোগ দায়ের করেছি ৷ অধ্যক্ষ ব্রুশালী পরধকর-সহ সকলেই সেই অভিযোগে স্বাক্ষর করেছেন ৷"

কিন্তু, এসবের পরও প্রশ্ন উঠছে, এত প্রবীণ একজন চালক এভাবে স্কুলবাস নিয়ে বেরোনোর আগে মদ্যপান করলেন কোন আক্কেলে ! আর কেনই বা দুর্ঘটনা ঘটার আগে পর্যন্ত তাঁর এই কীর্তি কারও চোখে পড়ল না ? এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষকেও দায়ী করছেন অভিভাবকরা ৷ তাঁদের আশংকা, আগামী দিনেও যদি একই ঘটনা ঘটে ? এবার না হয় বড় কোনও অঘটন ঘটেনি ৷ কিন্তু, সবসময় যে সেটাই হবে, তার নিশ্চয়তা কী ?

ABOUT THE AUTHOR

...view details