ইটাওয়াহ (উত্তরপ্রদেশ), 22 ফেব্রুয়ারি : অখিলেশ যাদবের বিরুদ্ধে নির্বাচনের আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দায়ের হল ইটাওয়াহর সাইফাই থানায় (Case Against Akhilesh Yadav) ৷ অভিযোগ গত 20 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে তৃতীয় দফার ভোট চলাকালীন তিনি ভোটকেন্দ্রের ভিতরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন ৷ সাইফাইয়ের সাব-ডিভিশন ম্যাজিস্ট্রেট এবং সার্কেল অফিসারকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন ইটাওয়াহর জেলাশাসক শ্রুতি সিং ৷
জানা গিয়েছে, ভোটগ্রহণ পর্ব চলার সময় সাইফাইয়ের একটি স্কুলের ভোট কেন্দ্রের ভিতরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন অখিলেশ ৷ যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক শুরু হয় ৷ নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের হয় ৷ এরপরই জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসকের নির্দেশে পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে ৷