বদগাঁও (জম্ম ও কাশ্মীর), 12 মার্চ: এবার জম্মু ও কাশ্মীরে এক মহিলার টুকরো করা দেহ উদ্ধার করল পুলিশ ৷ এক কাঠের মিস্ত্রির বিরুদ্ধে ওই মহিলাকে প্রথমে খুন ও পরে তাঁর দেহ টুকরো করার অভিযোগ উঠেছে (Carpenter Kills and Chops 30 Year Old Woman) ৷ ঘটনায় অভিযুক্ত 45 বছরের ওই কাঠের মিস্ত্রি সাবির আহমেদ ওয়ানিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ জম্মু ও কাশ্মীরের বদগাঁও জেলার সইবাগ এলাকার ঘটনায় খুনের কারণ জানা যায়নি ৷ অভিযুক্ত সাবির খুনের কথা পুলিশের কাছে স্বীকার করেছে ৷ পুলিশ পরবর্তী তদন্ত শুরু করেছে ৷
জানা গিয়েছে, গত 4 দিন ধরে ওই মহিলা নিখোঁজ ছিলেন ৷ অভিযুক্ত সাবির আহমেদ ওয়ানি পুলিশকে স্বীকারক্তিতে জানিয়েছে, সে মহিলার মাথায় ধারাল অস্ত্রের কোপ মেরে তাঁকে খুন করে ৷ এরপর তাঁর দেহ টুকরো করে বদগাঁও জেলার বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে আসে ৷ পুলিশ অভিযুক্তের বয়ান অনুযায়ী, বদগাঁও এর ওমপোরা ও সেবদেন রেল ব্রিজ-সহ নানান জায়গা থেকে উদ্ধার করেছে ৷ মহিলার কাটা মাথাও পুলিশ উদ্ধার করেছে ৷ জানা গিয়েছে, অভিযুক্ত সাবির আহমেদ ওয়ানি মনোহরপোরা এলাকার বাসিন্দা ৷ আর মৃত মহিলার বাড়ি বদগাঁও জেলাতেই ৷