নয়াদিল্লি, 24 নভেম্বর: রাজধানী দিল্লিতে সিঙ্গাপুর দূতাবাসের জাল নম্বর প্লেটযুক্ত একটি গাড়ি উদ্ধার হয়েছে ৷ ভারতে সিঙ্গাপুরের রাষ্ট্রদূত সাইমন ওং গাড়িটির ছবি নিজেই শেয়ার করে জানিয়েছেন। শুক্রবার ছবিটি শেয়ার করার পর বিদেশমন্ত্রক এবং পুলিশ-প্রশাসনকেও সতর্ক করেছেন তিনি। নিজের দেশের ভুয়া ডিপ্লোম্যাটিক কর্পস নম্বর প্লেটের একটি গাড়ির ছবি শেয়ার করে হাইকমিশনার লিখেছেন, "এটি আমাদের দূতাবাসের গাড়ি নয়।"
ওং লিখেছেন, "গাড়ির নম্বর প্লেট '63 সিডি' আসলে নকল। এটা আমাদের দূতাবাসের গাড়ি নয়। আমরা বিদেশমন্ত্রক এবং দিল্লি পুলিশকে সতর্ক করেছি। চারপাশে অনেক বিপদের সঙ্গে এবার, যখন কোনও দাবিদারহীন গাড়িকে অযৌক্তিকভাবে পার্ক করা দেখবেন তখন অতিরিক্ত সতর্ক হতে হবে। বিশেষ করে আইজিআই বিমানবন্দর পুলিশকেও এই বিষয়ে সতর্ক করা হয়েছে।"
ভুয়ো নম্বর প্লেট-সহ সিঙ্গাপুর দূতাবাসের ছবি ও হাইকমিশনারের টুইট প্রকাশের পর চাঞ্চল্য ছড়িয়েছে। বিমানবন্দর পুলিশ থেকে শুরু করে অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি এখানে সতর্ক হয়ে গিয়েছে এবং এই গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। সিঙ্গাপুর দূতাবাস নিজেই এই গাড়ির ছবি টুইট করে দিল্লি পুলিশ এবং বিদেশমন্ত্রককে জানিয়েছে বলে খবর। বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের ডিসিপি দেবেশ মাহেলা বলেন, "তথ্য এসেছে সামনে এবং পুলিশ সতর্ক রয়েছে এই বিষয়ে। আমরা ক্রমাগত এটি তদন্ত করে চলেছি ৷ পিকেটিং করে আমরা ক্রমাগত তদন্ত করে চলেছি। আমরা সিসিটিভি ফুটেজের সাহায্যে এই গাড়িটি খুঁজে বের করছি। এই গাড়িটি পাওয়া মাত্রই এটিকে তল্লাশি করার পর বিষয়টি পরিষ্কার হবে।"