উত্তর কন্নড়, 11 জানুয়ারি : দুর্ঘটনার কবলে আয়ূষ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েকের গাড়ি। কর্নাটকে উত্তর কন্নড় জেলায় তাঁর গাড়ি দুর্ঘটনায় পড়ে । ঘটনায় মন্ত্রীর স্ত্রী বিজয়া নায়েকের মৃত্যু হয়েছে ।
মন্ত্রী ও তাঁর স্ত্রী গোকর্ণর দিকে যাচ্ছিলেন । নিউকাম্বি এলাকায় অন্য একটি গাড়ির সঙ্গে শ্রীপদ নায়েকের গাড়ির সংঘর্ষ হয় । রাষ্ট্রমন্ত্রীর গাড়িতে চারজন ছিলেন ।