হনুমানগড় (রাজস্থান), 1 জানুয়ারি: রাজস্থানের হনুমানগড়ে পথ দুর্ঘটনায় 5 জনের মৃত্যু (Five People Dead in Road Accident) ৷ একটি গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের জেরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে (Car and Truck Collided in Rajasthan) ৷ জানা গিয়েছে, রবিবার সকালে পল্লু থানা এলাকার বিসরাসার গ্রামের কাছে মেগা হাইওয়েতে এই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে ৷ এই ঘটনায় 1 যুবক গুরুতর জখম অবস্থায় বিকানের হাসপাতালে পাঠানো হয়েছে ৷ বাকি আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে, প্রাথমিক চিকিৎসার পর তাঁদেরও বিকানের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ মৃতদের পরিচয় এখনও জানা যায়নি ৷
পল্লু পুলিশের তরফে জানানো হয়েছে, ইট বোঝাই একটি ট্রাক শহরের দিকে যাচ্ছিল ৷ সেই সময় উলটো দিক থেকে আসা একটি গাড়িকে মুখোমুখি ধাক্কা মারে ট্রাকটি ৷ ইটের বোঝাই ট্রাকের গতি বেশি থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷ সেই সঙ্গে ঘন কুয়াশায় দৃশ্যমানতাও অনেক কম ছিল ৷ ফলে ট্রাকের গতিও নিয়ন্ত্রণ করা যায়নি ৷ স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, ধাক্কা লাগার পর গাড়িটি হাওয়ায় পালটি খেয়ে যায় ৷ ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ 2 জন হাসপাতালে মারা গিয়েছেন ৷