চণ্ডীগড়, 19 অক্টোবর : পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে আচমকা ইস্তফা প্রদানের পর থেকেই ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বাড়ছিল জল্পনা ৷ কিন্তু সেই জল্পনায় ইতি টেনে নয়া রাজনৈতিক দল গঠন করছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ তাঁর বিবৃতি উদ্ধৃত করে আজ টুইটে একথা জানিয়েছেন ক্যাপ্টেনের সঙ্গী রবীন ঠুকরাল ৷
বিভিন্ন রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী নয়া দল গড়ে বিজেপির সঙ্গে জোটের ইঙ্গিতও ক্য়াপ্টেন দিয়ে রেখেছেন ৷ তবে সেই সম্ভাবনা তখনই বাস্তবায়িত হবে যখন কৃষক আন্দোলন ইস্যুতে কৃষকদের সমস্ত দাবি মেনে নেওয়া হবে ৷ 29 সেপ্টেম্বর দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসবভনে বৈঠক করেছিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যামন্ত্রী ৷ তারপরই ক্যাপ্টেনর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা উঠেছিল ৷ তবে শেষ পর্যন্ত বিজেপিতে যোগ না-দিলেও বিজেপির সঙ্গে জোটের সম্ভাবনার কথা জানালেন অমরিন্দর সিং ৷
বিজেপির সঙ্গে আঁতাত নিয়ে ক্য়াপ্টেন অমরিন্দর সিংকে পালটা আক্রমণ করেছিল কংগ্রেস ৷ পঞ্জাবে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা হরিশ রাওয়াত বলেছিলেন, ক্যাপ্টেনের কথায় কোনও ভিত্তি নেই ৷ শুক্রবার দেরাদুনে তিনি জানিয়েছেন, ক্যাপ্টেন অমরিন্দর সিং কংগ্রেসকে যেভাবে অপমান করেছেন, তার কোনও ভিত্তি নেই ৷ ক্যাপ্টেনের সাম্প্রতি বিবৃতি থেকে বোঝাই যাচ্ছে, তিনি কোনওরকম চাপে রয়েছেন ৷ তাঁর নতুন করে ভাবা উচিত ৷ বিজেপিকে সরাসরি বা পরোক্ষভাবে সাহায্য করা উচিত নয় ৷
আরও পড়ুন :Captain Amrinder Singh : পঞ্জাবে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা হারাবে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য অমরিন্দরের
প্রসঙ্গত, ক্য়াপ্টেন অমরিন্দর সিং আগেই জানিয়ে দেন যে তিনি কংগ্রেস ছেড়ে দিচ্ছেন ৷ তবে বিজেপিতে যোগ দিচ্ছেন না বলেও জানিয়েছেন ৷ কিন্তু কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি ৷ কংগ্রেসের নতুন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন না বলেও হুঁশিয়ারি দেন ৷