দিল্লি, 18 ফেব্রুয়ারি: প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের তদন্ত বন্ধ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এনআরসি নিয়ে মতামত-সহ বিচারপতি গগৈয়ের বিভিন্ন সিদ্ধান্ত এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির ভুলভ্রান্তি সংশোধনের প্রচেষ্টার কারণে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়ে থাকতে পারে।
2019 সালে যৌন হেনস্থার অভিযোগ ওঠে প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে। এই অভিযোগের পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছিলেন আইনজীবী উত্সব বেইনস। তারই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল প্রাক্তন বিচারপতি একে পট্টনায়েককে। তাঁর দেওয়া রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্ট বলেছে, ''বিচারপতি পট্টনায়েকের রিপোর্ট প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অস্তিত্বতেই সায় দিয়েছে। এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়গুলিকে মূল স্রোতে ফেরানোর জন্য বেশ কিছু কড়া প্রশাসনিক সিদ্ধান্ত নিতে হয়েছিল।''