পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ষড়যন্ত্র! গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা বন্ধ করল সুপ্রিম কোর্ট - রঞ্জন গগৈ

প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মত সুপ্রিম কোর্টের। আদালত যৌন হেনস্থার অভিযোগে গগৈয়ের বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিয়েছে।

a
a

By

Published : Feb 18, 2021, 2:50 PM IST

Updated : Feb 18, 2021, 3:16 PM IST

দিল্লি, 18 ফেব্রুয়ারি: প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের তদন্ত বন্ধ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এনআরসি নিয়ে মতামত-সহ বিচারপতি গগৈয়ের বিভিন্ন সিদ্ধান্ত এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির ভুলভ্রান্তি সংশোধনের প্রচেষ্টার কারণে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়ে থাকতে পারে।

2019 সালে যৌন হেনস্থার অভিযোগ ওঠে প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে। এই অভিযোগের পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছিলেন আইনজীবী উত্‍‌সব বেইনস। তারই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল প্রাক্তন বিচারপতি একে পট্টনায়েককে। তাঁর দেওয়া রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্ট বলেছে, ''বিচারপতি পট্টনায়েকের রিপোর্ট প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অস্তিত্বতেই সায় দিয়েছে। এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়গুলিকে মূল স্রোতে ফেরানোর জন্য বেশ কিছু কড়া প্রশাসনিক সিদ্ধান্ত নিতে হয়েছিল।''

আরও পড়ুন:শুধু অযোধ্যা নয়, রঞ্জন গগৈ শুনেছিলেন এই গুরুত্বপূর্ণ মামলাগুলিও

রিপোর্টে ইন্টেলিজেন্স ব্যুরোর অধিকর্তা রিপোর্টে জানিয়েছেন, বিচারপতি গগৈ জাতীয় নাগরিকপঞ্জি সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ মত জানিয়েছিলেন, এবং কয়েকজন সেই সিদ্ধান্তে অখুশি হয়েছিলেন বলে তাঁর বিশ্বাস। শীর্ষ আদালত এ কথা জানিয়েছে। এই মামলা বন্ধ করে আদালত বলেছে, ''আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, কোনও প্রকৃত উদ্দেশ্য নেই। আবেদনগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে, সুয়োমোটোর নিষ্পত্তি করা হচ্ছে। রিপোর্টটি সিল করা কভারে রাখা হচ্ছে।''

Last Updated : Feb 18, 2021, 3:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details