পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Supreme Court on Farmers Protest : বিচারাধীন বিষয় নিয়ে কেন আন্দোলন, কৃষকদের প্রশ্ন সুপ্রিম কোর্টের

কিষান মহাপঞ্চায়েতের দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট অক্টোবরের 21 তারিখ আবার শুনানি হবে বলে জানিয়েছে ৷

cant-protest-when-the-matter-is-already-before-court-says-sc
Supreme Court on Farmers Protest : বিচারধীন বিষয় নিয়ে কেন আন্দোলন, কৃষকদের প্রশ্ন সুপ্রিম কোর্টের

By

Published : Oct 4, 2021, 7:02 PM IST

Updated : Oct 4, 2021, 9:16 PM IST

নয়াদিল্লি, 4 অক্টোবর :একদিকে যখন উত্তরপ্রদেশের লখিমপুরে 8 জন কৃষকের মৃত্যু ঘিরে উত্তাল গোটা দেশ, তখন কৃষি আইনের বিরুদ্ধে চলা কৃষকদের আন্দোলন নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট ৷ এই নিয়ে সোমবার আন্দোলনকারী কৃষকদের রীতিমতো ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট ৷ কৃষকদের কাছে শীর্ষ আদালতের প্রশ্ন, একদিকে যখন গোটা বিষয়টি আদালতের বিচারাধীন, তখন কেন কৃষি আইনের বিরোধিতায় আন্দোলন চলছে ?

আরও পড়ুন :Mamata Banerjee : এটা রাম রাজ্য নয়, হত্যার রাজ্য; লখিমপুর নিয়ে যোগী সরকারকে আক্রমণ মমতার

কেন্দ্রের মোদি সরকারের তৈরি তিনটি কৃষি আইনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে কিষান মহাপঞ্চায়েত ৷ তারা দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখাতে চায় ৷ এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে তারা ৷ সেই মামলার শুনানিতেই সোমবার এই পর্যবেক্ষণ জানিয়েছে আদালত ৷ এদিন বিচারপতি এ এম খানউইলকর ও সি টি রবিকুমারের প্রশ্ন, যখন বিষয়টি বিচারাধীন, তখন একই বিষয় নিয়ে প্রতিবাদের কী প্রয়োজন ?

কিষান মহাপঞ্চায়েতের এই আবেদনের বিরোধিতা করতে গিয়ে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল বলেন, ‘‘প্রতিবাদ এবার থামা উচিত ৷’’ তিনি লখিমপুরের ঘটনার উদাহরণও টেনে আনেন এজলাসে ৷ তিনি বলেন, ‘‘গতকাল লখিমপুরে যে ঘটনা ঘটেছে...আটজন মারা গিয়েছে ৷ এভাবে প্রতিবাদ করা উচিত নয় ৷’’

আরও পড়ুন :Priyanka Gandhi: গৃহবন্দি অবস্থায় ঘর পরিষ্কার করছেন প্রিয়াঙ্কা, ভাইরাল ভিডিয়ো

এছাড়া তিনি জানান, কৃষি আইনের বিরুদ্ধে অনেক আবেদন জমা পড়েছে ৷ লখিমপুর খেরিতে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে ৷ এই ধরনের ঘটনা ঘটা উচিত নয় ৷ প্রতিবাদ এবার থামানো উচিত ৷

কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে রবিবার উত্তাল হয়ে ওঠে উত্তরপ্রদেশের লখিমপুর ৷ উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যর কর্মসূচির প্রতিবাদে এদিন সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা ৷ অভিযোগ, সেসময় আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর ছেলে ৷

আরও পড়ুন :Manohar Lal Khattar : কৃষকদের বিরুদ্ধে প্ররোচনামূলক ভাষণ দেওয়ার অভিযোগ হরিয়ানার মুখ্যমন্ত্রী খট্টরের বিরুদ্ধে

ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের ৷ পরে হাসপাতালে মৃত্যু হয় আরও বেশ কয়েকজনের ৷ এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কৃষকরা, শুরু হয় অশান্তি ৷ আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি গাড়িতে ৷ ঘটনায় মোট 8 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন লখিমপুর খেরির অতিরিক্ত পুলিশ সুপার অরুণকুমার সিং ৷ মৃতদের মধ্যে কমপক্ষে 4 জন কৃষক রয়েছেন বলে দাবি সংযুক্ত কিষাণ মোর্চার ৷

এদিকে কিষান মহাপঞ্চায়েতের দায়ের করা মামলায় অক্টোবরের 21 তারিখ আবার শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷

আরও পড়ুন :Lakhimpur Kheri Case : লখিমপুর কাণ্ডে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র ও তাঁর ছেলের বিরুদ্ধে এফআইআর

Last Updated : Oct 4, 2021, 9:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details