নয়াদিল্লি, 31 অক্টোবর: বিপদ বার্তা বা থ্রেট নোটিফিকেশন কোনও ফলস অ্যালার্মও হতে পারে, আবার সাইবার হানা ধরতে না পারলেও এই ধরণের বিপদ বার্তা গ্রাহকের ফোনে যেতে পারে ৷ তবে এই বিষয়ে তথ্য দিতে তারা অপারক ৷ কারণ সেক্ষেত্রে হ্যাকাররা সতর্ক হয়ে, ভবিষ্যতে নয়া পন্থা নিতে পারে ৷ মঙ্গলবার এক বিবৃতিতে এমনই জানাল আইফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপল ৷
এদিন সকালে কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তুলে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেছিলেন, সরকার তাঁর আইফোন হ্যাক করতে চায়, অ্যাপলের তরফে এমনই সতর্কবার্তা তিনি পেয়েছেন ফোন ও ই-মেল মারফৎ ৷ এক্ষেত্রে মহুয়ার দাবি ছিল, রাষ্ট্রপরিচালিত হ্যাকাররা তাঁর ফোনকে টার্গেট করছে এমনই বার্তা অ্যাপলের তরফে তাঁকে দেওয়া হয়েছে ৷ এরপরেই আইফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপল মঙ্গলবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে ৷ সংস্থাটির দাবি, নির্দিষ্ট কোনও রাষ্ট্রপরিচালিত হ্যাকারদের নিয়ে কোনও গ্রাহকের কাছে কোনও বিপদ বার্তা বা থ্রেট নোটিফিকেশন (threat notification) গেলে সেই বিষয়ে তারা বিষদে তথ্য দিতে অপারক ৷
মহুয়ার এই দাবির পরেই জাতীয় রাজনীতিতে তোলপাড় পড়ে যায় ৷ বিষয়টি নিয়ে সরব হয় বিরোধীরা ৷ তারপরেই অ্যাপলের তরফে এদিন এক বিবৃতি দিয়ে, এই বিতর্কে তাদের অবস্থান স্পষ্ট করা হয় ৷ মার্কিন এই বহুজাতিক সংস্থাটির দাবি, "নির্দিষ্ট কোনও রাষ্ট্রপরিচালিত হ্যাকারদের নিয়ে এরকম কোনও বিপদ বার্তা বা থ্রেট নোটিফিকেশন নিয়ে বিষদে আর তথ্য দেওয়া সম্ভব না ৷" সংস্থাটির দাবি, এই ধরণের হ্যাকারদের পক্ষে যথেষ্ট আর্থিক সাহায্য থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে তাদের কার্যকলাপ বদলায় ৷