পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভিডিয়ো কনফারেন্সের ডাটা হ্যাক হচ্ছে বলে প্রযুক্তিকে বর্জন নয়, জানালেন দেশের প্রধান বিচারপতি - দেশের প্রধান বিচারপতি

CJI D Y Chandrachud on Video Conferencing Data Hacked: কর্নাটক হাইকোর্টের ভার্চুয়াল শুনানির ভিডিয়ো হ্যাক হওয়ার ঘটনায় চিন্তিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷ তবে, এর জন্য প্রযুক্তিকে খারিজ করে দেওয়ার পক্ষপাতি নন তিনি ৷ বরং, নিজেদের আরও উন্নত হওয়ার কথা বললেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Dec 17, 2023, 10:08 PM IST

বেঙ্গালুরু, 17 ডিসেম্বর: প্রযুক্তিকে বর্জন নয় ৷ বরং, নিজেদের আরও উন্নত করে বিচার ব্যবস্থাকে প্রযুক্তির মাধ্যমে আরও দ্রুত ও উন্নত করার পক্ষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷ আজ কর্নাটক হাইকোর্টে ই-ইনিশিয়েটিভ প্রোগ্রামে বক্তব্য রাখতে গিয়ে এমনটা জানান তিনি ৷ তবে, তাঁর এই বক্তব্যের পিছনে আসল কারণ অন্য ৷ সম্প্রতি কর্নাটক হাইকোর্টে কনফারেন্স শুনানি চলার সময়, ভিডিয়ো লিংকের ডাটা হ্যাক করে নেয় অজ্ঞাত পরিচয় হ্যাকাররা ৷ আর শুনানির মাঝেই অশালীন ভিডিয়ো চলতে শুরু করে ৷ ফলে সেই কনফারেন্সে থাকা সকলেই অস্বস্তিতে পড়েন ৷

আজ সেই ঘটনার নিন্দা করেছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ৷ তবে, কখনই এমন একটি বা দু’টি ঘটনার জন্য প্রযুক্তির ব্যবহার বন্ধ করার পক্ষে নন তিনি ৷ বদলে প্রযুক্তিকে আরও উন্নত ও নিরাপদ করে ব্যবহার করার পক্ষে মত পোষণ করেন ৷ তিনি বলেন, ‘‘কয়েকটি হাইকোর্ট ভিডিয়ো কনফারেন্সের নিয়মকে গ্রহণ করেছে ৷ আবার সেক্ষেত্রে কয়েকটি হাইকোর্ট ভিডিয়ো কনফারেন্সে শুনানির জন্য শর্ত আরোপ করেছে ৷’’

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমরা জানি কর্নাটক হাইকোর্টে বিচার প্রক্রিয়া চলাকালীন ডাটা হ্যাক করে অশালীন ভিডিয়ো চালানো হয়েছে ৷ এতে আমরা মর্মাহত ৷ কিন্তু, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে ৷ এমন ঘটনার কারণে আমরা প্রযুক্তির ব্যবহার বন্ধ করে দিতে পারি না ৷ আমাদের ব্যবস্থাপনাকে আরও দক্ষ ও নিরাপদ করে তুলতে হবে ৷ যদি কোনও সমস্যা দেখা দেয়, তাহলে তার সমাধান করা হবে ৷’’

বর্তমানে সব হাইকোর্ট এবং দেশের সুপ্রিম কোর্টের বড় বড় মামলার শুনানির সরাসরি সম্প্রচার দেখতে পারেন দেশবাসী ৷ সেই নিয়ে তিনি বলেন, ‘‘আপনারা আদালতের ভিডিয়ো কনফারেন্স অনলাইনে সরাসরি দেখতে পারেন ৷ আমাদের প্রতিনিয়ত লাইভ দেখা যায় ৷ এ বছর কর্নাটক আদালতে 1 কোটি 69 লক্ষ 46 হাজার 85টি মামলার শুনানি অনলাইনে হয়েছে ৷ আরও দ্রুত বিচার সম্ভব, যদি সবাই (বিচারপতি এবং বিচারক) প্রযুক্তির বিষয়ে সড়গড় হয়ে ওঠেন ৷ বিচারপতিরা দেখতে পারবেন কতগুলি অসমাপ্ত মামলা তাঁদের অধীনে রয়েছে ৷’’

তবে, এক্ষেত্রে বিচারের জন্য আসা লোকজনকেও যে প্রযুক্তিগত ভাবে সড়গড় হতে হবে, তা স্বীকার করে নিয়েছেন দেশের প্রধান বিচারপতি ৷ তিনি জানান, বিশ্বের অন্যান্য দেশের থেকে, আমাদের দেশে প্রযুক্তির ব্যাপারে মানুষ ততটা সড়গড় নন ৷ কিন্তু, এক্ষেত্রে আইনজীবীদের আরও সক্রিয় হওয়ার কথা বলেন তিনি ৷ কারণ, আদালতে ভাষা একটা বড় সমস্যা ৷ বিশেষত, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টগুলিতে অধিকাংশ ক্ষেত্রে ইংরেজি ভাষায় মামলার শুনানি হয় ৷ বহুক্ষেত্রে মামলাকারীরা ইংরেজি বুঝতে পারেন না ৷ যা বিচার প্রক্রিয়াকে স্লথ করে দেয় ৷ তা সত্ত্বেও, প্রযুক্তিকে কখনই বর্জন করার পক্ষে নন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ৷

আরও পড়ুন:

  1. গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত মোহন নায়কের জামিন
  2. শ্রীকৃষ্ণ জন্মভূমি মামলায় হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, খারিজ মসজিদ কমিটির আর্জি
  3. জরুরি ভিত্তিতে শুনানির বিষয়ে মহুয়ার আইনজীবীকে আশ্বস্ত করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

ABOUT THE AUTHOR

...view details