মুম্বই, 14 জুলাই: একজন মাকে কখনও তাঁর সন্তান ও কেরিয়ারের মধ্যে একটিকে বেছে নিতে জোর করা যাবে না ৷ এমনই পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের (Bombay High Court)৷ পোল্যান্ডে শীর্ষ পদে চাকরি পাওয়া এক মহিলা তাঁর নাবালিকা কন্যাকে সঙ্গে নিয়ে যেতে পারবেন বলে অনুমতিও দিয়েছে আদালত (Cannot force mother to pick between kin and career)৷
2015 সাল থেকে কন্যাসন্তানকে নিয়ে আলাদা থাকেন পেশায় ইঞ্জিনিয়ার ওই মহিলা ৷ তাঁর মেয়েকে কাছে পাওয়া ও তাঁর সঙ্গে দেখা করার অধিকার রয়েছে শিশুটির বাবারও ৷ তবে তিনি যাতে মেয়েকে তার মায়ের সঙ্গে যেতে অনুমতি দেন, সেই নির্দেশ দিয়েছে আদালত ৷ কেরিয়ারে আরও উন্নতি করার সুযোগ পেয়ে 2 বছরের জন্য পোল্যান্ডের ক্রাকোতে যেতে হবে ৷ সে জন্য সেখানে মেয়েকে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলা ৷
সেই মামলার শুনানিতে বিচারপতি ভারতী ডাংরে বলেন, "নাবালিকা কন্যার কাস্টডি মায়ের কাছে রয়েছে ৷ তিনিই মেয়ের স্বাভাবিক অভিভাবক ৷ আর মেয়ের বয়স যেহেতু 9 বছর, সে অবশ্যই তার মায়ের সঙ্গে থাকবে ৷ কারণ পিটিশনার তাঁর স্বামীর থেকে আলাদা হওয়ার পর একা হাতেই মেয়েকে মানুষ করছেন ৷ বাবারও সন্তানের ভালো দিকটা ভাবাটা স্বাভাবিক ৷ তবে আমার মনে হয় না যে মাকে তাঁর চাকরির সুযোগ পাওয়া থেকে আদালত আটকাবে ৷ এই সুযোগ থেকে তাঁকে বঞ্চিত করা যায় না ৷"