পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bombay High Court: সন্তান ও কেরিয়ারের মধ্যে কোনও একটি বেছে নিতে মাকে জোর করা যাবে না: বম্বে হাইকোর্ট

সন্তান ও কেরিয়ারের মধ্যে কোনও একটি বেছে নিতে মাকে জোর করা যাবে না (Bombay High Court)৷ একটি মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ দিল বম্বে হাইকোর্ট ৷

Cannot force mother to pick between kin and career: Bombay High Court
সন্তান ও চাকরির মধ্যে কোনও একটি বেছে নিতে মাকে জোর করা যাবে না: বম্বে হাইকোর্ট

By

Published : Jul 14, 2022, 2:30 PM IST

Updated : Jul 14, 2022, 3:17 PM IST

মুম্বই, 14 জুলাই: একজন মাকে কখনও তাঁর সন্তান ও কেরিয়ারের মধ্যে একটিকে বেছে নিতে জোর করা যাবে না ৷ এমনই পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের (Bombay High Court)৷ পোল্যান্ডে শীর্ষ পদে চাকরি পাওয়া এক মহিলা তাঁর নাবালিকা কন্যাকে সঙ্গে নিয়ে যেতে পারবেন বলে অনুমতিও দিয়েছে আদালত (Cannot force mother to pick between kin and career)৷

2015 সাল থেকে কন্যাসন্তানকে নিয়ে আলাদা থাকেন পেশায় ইঞ্জিনিয়ার ওই মহিলা ৷ তাঁর মেয়েকে কাছে পাওয়া ও তাঁর সঙ্গে দেখা করার অধিকার রয়েছে শিশুটির বাবারও ৷ তবে তিনি যাতে মেয়েকে তার মায়ের সঙ্গে যেতে অনুমতি দেন, সেই নির্দেশ দিয়েছে আদালত ৷ কেরিয়ারে আরও উন্নতি করার সুযোগ পেয়ে 2 বছরের জন্য পোল্যান্ডের ক্রাকোতে যেতে হবে ৷ সে জন্য সেখানে মেয়েকে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলা ৷

সেই মামলার শুনানিতে বিচারপতি ভারতী ডাংরে বলেন, "নাবালিকা কন্যার কাস্টডি মায়ের কাছে রয়েছে ৷ তিনিই মেয়ের স্বাভাবিক অভিভাবক ৷ আর মেয়ের বয়স যেহেতু 9 বছর, সে অবশ্যই তার মায়ের সঙ্গে থাকবে ৷ কারণ পিটিশনার তাঁর স্বামীর থেকে আলাদা হওয়ার পর একা হাতেই মেয়েকে মানুষ করছেন ৷ বাবারও সন্তানের ভালো দিকটা ভাবাটা স্বাভাবিক ৷ তবে আমার মনে হয় না যে মাকে তাঁর চাকরির সুযোগ পাওয়া থেকে আদালত আটকাবে ৷ এই সুযোগ থেকে তাঁকে বঞ্চিত করা যায় না ৷"

আরও পড়ুন:তুঝে সব হ্যায় পাতা... মেরি মা !

ওই মহিলার আইনজীবী অভিজিৎ সারওয়াতে তাঁর সওয়ালে বলেন, "উন্নয়নের অধিকার হল মানুষের মৌলিক অধিকার ৷ এটা সুপ্রিম কোর্টের দ্বারা স্বীকৃত ৷ একজন মাকে তার থেকে বঞ্চিত করা যায় না ৷" এ ক্ষেত্রে শিশুর বাবা চাইলে তার সঙ্গে সেখানে গিয়ে দেখা করতে পারেন বলে জানিয়েছেন ওই মহিলা এবং শিশুটির দিদা অর্থাৎ নিজের মাকে পোল্যান্ডে নিয়ে যাচ্ছেন পিটিশনার ৷

তবে বিষয়টি বাবা ও মা দুজনের জন্যই খুবই সংবেদনশীল বলে উল্লেখ করেছে আদালত ৷ আদালতের কথায়, "বাচ্চা বড় হয়ে ওঠার সময় তার বাবা-মা দুজনকেই পাবে এটাই তার জন্য সবচেয়ে ভালো ৷" শিশুটির বাবা দাবি জানিয়েছিলেন যে, মা পোল্যান্ড গেলে শিশুকে ভারতে নিজের কাছে রেখে বড় করবেন তার বাবা ৷ তবে শিশুটি যেহেতু সবসময় তার মায়ের কাছেই থাকত, তাই এই আবেদন মানা যাবে না বলে জানিয়েছে আদালত ৷ হাইকোর্টের মতে, সন্তান ও কেরিয়ারের মধ্যে কোনও একটি বেছে নিতে মাকে জোর করা যাবে না ৷

তবে শিশুটির বাবা পোল্যান্ডে গেলে তিনি কোনও নজরদারি ছাড়াই তাঁর কন্যাকে কাছে পেতে পারেন বলে আদালত নির্দেশ দিয়েছে ৷ জানা গিয়েছে, বম্বে হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন শিশুটির বাবা ৷

Last Updated : Jul 14, 2022, 3:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details