হায়দরাবাদ, 4 ডিসেম্বর: ফের সামনে এল মাদক চক্র ৷ খবর পেয়ে হায়দরাবাদে একটি রিসোর্টে অভিযান চালালো পুলিশ (Police raided a resort in the suburbs of Hyderabad) ৷ ঘটনাটি ঘটেছে রাঙ্গারেড্ডি (Rangareddy) জেলার হায়াত নগর মণ্ডলের পাসুমামুলায় (Pasumamula) ৷ ঘটনারে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় ৷
এক যুবকের জন্মদিনের অনুষ্ঠানে গাঁজা (Cannabis) ব্যবহার করা হচ্ছে বলে খবর পায় পুলিশ ৷ এরপরেই শহরের উপকণ্ঠ পাসুমামুলায় অভিযান চালান পুলিশ আধিকারিকরা । এই হানায় 29 জন যুবক ও চার যুবতীকে আটক করেছে পুলিশ । তাঁরা সকলেই সিবিআইটি ও এমজিআইটি কলেজের পড়ুয়া বলে জানা গিয়েছে ।
ধৃতদের কাছ থেকে 11টি গাড়ি, একটি বাইক ও 28টি মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ । এই ঘটনার তদন্ত শুরু হয়েছে । পুলিশ পড়ুয়াদের অভিভাবকদের কাউন্সেলিং করে এবং বুধবার তাঁদের সন্তানদের নিয়ে থানায় ফিরে আসার নির্দেশ দেয় । শেষ পাওয়া খবর অনুযায়ী, আটক পড়ুয়াদের সবাইকেই ছেড়ে দেওয়া হয়েছে ।