বেঙ্গালুরু (কর্ণাটক), 21 এপ্রিল: কর্ণাটকে বিধানসভা নির্বাচনের জন্য বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ৷ নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর দেখা গিয়েছে দক্ষিণ ভারতের ওই রাজ্যে প্রায় তিন হাজার মনোনয়নপত্র জমা পড়েছে ৷ এর মধ্যে মূল তিন প্রতিপক্ষ বিজেপি, কংগ্রেস ও জেডিএস যেমন রয়েছে, তেমনই অন্য আঞ্চলিক দল ও নির্দল প্রার্থীরা রয়েছেন ৷
স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এই বিপুল সংখ্যক প্রার্থীর মধ্যে জমানত বাজেয়াপ্ত হবে অনেকের ৷ কর্ণাটকের পূর্ববর্তী বিধানসভা ভোটগুলিতে জমানত বাজেয়াপ্ত হওয়ার যে তথ্য় নির্বাচন কমিশন থেকে পাওয়া গিয়েছে, সেটাও যথেষ্ট উদ্বেগজনক ৷ ফলে এবারও ভোটেও কি সেই পরিস্থিতি তৈরি হতে পারে ?
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, 2008 সালের বিধানসভা নির্বাচনে 1694 জন প্রার্থী জমানত হারিয়েছিলেন ৷ 2013 সালে সেই সংখ্যা বেড়ে হয় 2419 ৷ 2018 সালে অবশ্য সংখ্যাটা কমে গিয়েছিল ৷ সেবার কর্ণাটকের 1146 জন প্রার্থীর জমানত বাজেয়াপ্ত হয় ৷ কিন্তু মোট প্রার্থীর সংখ্যা ধরলে এই পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক ৷ 2008 সালে মোট প্রার্থীর সংখ্যা ছিল 2242 ৷ 2948 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 2013 সালে ৷ 2018 সালে 2892 জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলির মধ্যে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতা ও তীব্র মেরুকরণের জন্য অধিকাংশ প্রার্থীর জমানত বাজেয়াপ্ত হয় ৷