পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সফর বাতিল তাদের রাজনৈতিক জয়, দাবি কৃষক সংগঠনের

26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ভারতে আসার কথা ছিল বরিস জনসনের। তবে ব্রিটেনে কোরোনার নতুন স্ট্রেনের উপস্থিতি স্ট্রেন ধরা পড়ায় সফর বাতিল করেছেন বরিস জনসন।

cancellation-of-uk-pm-visit-our-victory-govts-defeat-farmer-unions
বরিস জনসনের ভারত সফর বাতিলে উচ্ছ্বসিত কৃষক সংগঠনগুলি

By

Published : Jan 7, 2021, 12:54 PM IST

দিল্লি, 7 জানুয়ারি: ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর বাতিল হওয়াকে নিজেদের "রাজনৈতিক জয়" এবং কেন্দ্রীয় সরকারের "কূটনৈতিক পরাজয়" হিসেবে মনে করছে কৃষক সংগঠনগুলি । বুধবার একটি বিবৃতিতে এই দাবি করেছে সংযুক্ত কিষান মোর্চা ।

26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ভারতে আসার কথা ছিল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনের। তবে ব্রিটেনে কোরোনার নতুন স্ট্রেনের খোঁজ মেলায় সফর বাতিল করেন বরিস জনসন। এ নিয়ে গত মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ব্রিটেনে নতুন কোরোনা স্ট্রেনের কারণে ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে, ভবিষ্যতে অবশ্যই তিনি ভারতে আসবেন বলে জানিয়েছেন।

যদিও কৃষক সংগঠনগুলির দাবি, দিল্লির সীমানায় তাদের দীর্ঘ আন্দোলনের কারণেই বরিস জনসনের ভারত সফর বাতিল করা হয়েছে। যা কৃষক সংগঠনগুলির "রাজনৈতিক জয়" এবং কেন্দ্রীয় সরকারের "কূটনৈতিক পরাজয়"। 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে ট্রাক্টর মিছিল করবেন আন্দোলনকারী কৃষকরা।

ABOUT THE AUTHOR

...view details