বারাণসী, 15 এপ্রিল: এপ্রিলে বারাণসী বেড়ানোর পরিকল্পনা ছিল ? তাহলে এখনই টিকিট ক্যানসেল করুন ৷ কারণ কোভিডের দাপাদাপির কথা মাথায় রেখে পর্যটকদের বারাণসী যেতে বারণ করছে খোদ উত্তরপ্রদেশ প্রশাসন ৷ তারা বলেছে, যে হারে করোনাইভাইরাসের সংক্রমণ বাড়ছে, তাতে এপ্রিল মাসে বারাণসী যাওয়ার পরিকল্পনা ত্যাগ করুন পর্যটকরা ৷
গত 2 সপ্তাহে মন্দির শহরে করোনার সংক্রমণ 1,266 শতাংশ বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা ৷ বারাণসীর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কৌশল রাজ শর্মা একটি নির্দেশিকায় জানিয়েছেন, "অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক যে পর্যটকরা এই মাসে বারাণসী আসার পরিকল্পনা করেছিলেন, কোভিডের সংক্রমণের কারণে তাঁদের বলছি, সফর বাতিল করুন ৷"