পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"1266% বেড়েছে সংক্রমণ, এপ্রিলে বারাণসী বেড়ানো বাতিল করুন" - ভারতে করোনা

বারাণসীতে সাংঘাতিক বেড়েছে করোনার সংক্রমণ ৷ সেই কারণে এপ্রিলে বারাণসী সফরের কথা না ভাবার পরামর্শ দিয়েছে মন্দির শহরের প্রশাসন ৷

Cancel April Trip, Varanasi told To Tourists, Cites covid surge
"1266% বেড়েছে সংক্রমণ, এপ্রিলে বারাণসী বেড়ানো বাতিল করুন"

By

Published : Apr 15, 2021, 2:10 PM IST

বারাণসী, 15 এপ্রিল: এপ্রিলে বারাণসী বেড়ানোর পরিকল্পনা ছিল ? তাহলে এখনই টিকিট ক্যানসেল করুন ৷ কারণ কোভিডের দাপাদাপির কথা মাথায় রেখে পর্যটকদের বারাণসী যেতে বারণ করছে খোদ উত্তরপ্রদেশ প্রশাসন ৷ তারা বলেছে, যে হারে করোনাইভাইরাসের সংক্রমণ বাড়ছে, তাতে এপ্রিল মাসে বারাণসী যাওয়ার পরিকল্পনা ত্যাগ করুন পর্যটকরা ৷

গত 2 সপ্তাহে মন্দির শহরে করোনার সংক্রমণ 1,266 শতাংশ বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা ৷ বারাণসীর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কৌশল রাজ শর্মা একটি নির্দেশিকায় জানিয়েছেন, "অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক যে পর্যটকরা এই মাসে বারাণসী আসার পরিকল্পনা করেছিলেন, কোভিডের সংক্রমণের কারণে তাঁদের বলছি, সফর বাতিল করুন ৷"

যাঁরা কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়েছেন, তাঁদেরও মন্দিরে প্রবেশের আগে আরটি-পিসিআর পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে বারাণসী প্রশাসন ৷ বর্তমানে বারাণসীতে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা 10,206 জন ৷ তার পরেই তালিকায় রয়েছে লখনউ ও প্রয়াগরাজ ৷

আরও পড়ুন:দেশে ফের রেকর্ড করোনার ! আক্রান্ত আরও 2 লাখ+, মৃত 1038

অথচ গত 31 মার্চ বারাণসীতে দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল 116 ৷ আপ অ্যাক্টিভ রোগীর সংখ্যা ছিল 550 জন ৷ বুধবার সেখানে আক্রান্ত হন 1,585 জন ৷

ABOUT THE AUTHOR

...view details