নয়াদিল্লি, 25 জুলাই: বিরোধী জোট 'ইন্ডিয়া'কে তীব্র কটাক্ষ করায় এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে খড়্গহস্ত হল কংগ্রেস ৷ তাদের দাবি, প্রধানমন্ত্রী দেশ ও স্বাধীনতা সংগ্রামীদের অপমান করছেন ৷ মোদির সমালোচনার জবাব দিয়ে কড়া বার্তা দিয়েছেন রাহুল গান্ধিও ৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী যতই কটাক্ষ করুন, ঐক্যবদ্ধ ভাবেই মণিপুরে শান্তি ফেরাতে সচেষ্ট হবে 'ইন্ডিয়া'৷
মঙ্গলবার রাহুল গান্ধি টুইটে লিখেছেন, "আপনি আমাদের যা খুশি বলে ডাকুন, মিস্টার মোদি । আমরা ইন্ডিয়া । আমরা মণিপুরকে সুস্থ করতে এবং প্রতিটি মহিলা ও শিশুর চোখের জল মুছতে সাহায্য করব । আমরা সেখানকার সমস্ত মানুষের জন্য ভালোবাসা এবং শান্তি ফিরিয়ে আনব । আমরা মণিপুরে ইন্ডিয়ার ভাবনার পুনর্নির্মাণ করব ৷"
মণিপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়েও এ দিন ফের প্রশ্ন তুলেছে কংগ্রেস ৷ কংগ্রেসের সাংসদ রণদীপ সুরজেওয়ালা বলেন, "প্রধানমন্ত্রী দেশ, স্বাধীনতা সংগ্রামীদের অপমান করছেন...তাঁর মার্কিন সংসদে কথা বলার সময় আছে, কিন্তু দেশের সংসদে মণিপুর নিয়ে কথা বলার সময় নেই । কেন তিনি ভারতীয় সংবিধান ও সংসদকে ঘৃণা করেন ?"