কলকাতা, 25 সেপ্টেম্বর : কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) মুকুটে যুক্ত হল আরও একটি পালক । পড়াশোনা শেষে চাকরি পাওয়ার নিরিখে আন্তর্জাতিক স্বীকৃতি পেল কলকাতা বিশ্ববিদ্যালয় ।
প্রকাশিত হয়েছে ব্রিটিশ কোয়াকরেল্লি সাইমন্ডস (কিউএস) এম্পলয়াবিলিটি ব়্যাঙ্কিং 2022 (Quacquarelli Symonds (qs) Employability Rankings 2020) তালিকা । এই তালিকায় ভারতের প্রথম 20টি সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 12তম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় । আর বিশ্বের মধ্যে কলকাতার বিশ্ববিদ্যালয়ের স্থান 501 । রাজ্যের আর কোনও শিক্ষা প্রতিষ্ঠান এই তালিকায় জায়গা করে নিতে পারেনি ৷
এই সুখবরে উচ্ছ্বসিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, 'কিউএস এম্পলয়াবিলিটি ব়্যাঙ্কিং 2022'-এর তালিকায় আমাদের বিশ্ববিদ্যালয়েরর স্থান 12তে । দেশের আইআইটিগুলির মতোই কলকাতা বিশ্ববিদ্যালয় সাফল্য পেয়েছে । করোনাকালে এই কঠিন পরিস্থিতিতেও যেভাবে আমাদের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন সংস্থায় চাকরি পেয়েছেন, তাতে আমি আনন্দিত ও গর্বিত ।"