বীজাপুর (ছত্তীশগড়), 27 মার্চ: আইইডি বিস্ফোরণে একজন সিএএফ জওয়ান শহিদ হয়েছেন (CAF Jawan Martyr in IED Blast) ৷ ছত্তীশগড়ের বীজাপুর জেলার মিরতুর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ শহিদ জওয়ানের নাম বিজয় যাদব ৷ তিনি উত্তরপ্রদেশের বালিয়া জেলার রাজপুর গ্রামের বাসিন্দা ৷ মাওবাদীদের রেখে যাওয়া আইইডি থেকেই বিস্ফোরণ বলে জানা গিয়েছে (IED Blast in Bijapur) ৷
জানা গিয়েছে, বীজাপুরের ওই এলাকায় মাওবাদীদের গতিবিধি রয়েছে অনেক আগে থেকেই ৷ সেখানে সম্প্রতি রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে ৷ সেই কাজে যাতে কোনও ব্যঘাত না ঘটে, তার জন্য সিএএফ বা ছত্তীশগড় আর্মড ফোর্সেস (Chhattisgarh Armed Forces)-এর জওয়ানরা নিরাপত্তা দেন ৷ সোমবার সকালেওই জওয়ানরা রাস্তা নির্মাণের কাজের নিরাপত্তায় মোতায়েন ছিলেন ৷
তাঁদের স্থানীয় তীমেনার শিবির থেকে পাঠানো হয়েছিল ৷ সেই দলেই ছিলেন বিজয় যাদব ৷ তিনি সিএএফ-এর সহকারি প্লাটুন কমান্ডার পদে নিযুক্ত ছিলেন ৷ নিরাপত্তার কাজে মোতায়েন থাকার সময় আচমকাই একটি আইইডির উপর বিজয়ের পা পড়ে ৷ সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয় (IED Blast Triggered by Naxalites) ৷ ঘটনাস্থলেই তিনি শহিদ হন ৷