নয়াদিল্লি, 26 মার্চ: সিএনজি (CNG) ব্যবহারকারী সার কোম্পানিগুলির ইনপুট খরচ নিয়ন্ত্রণে রাখার জন্য দেশে উৎপাদিত বেশিরভাগ প্রাকৃতিক গ্যাসের দামের উপর ক্যাপ বা সর্বোচ্চ সীমা আরোপ করার কথা শীঘ্রই বিবেচনা করতে পারে কেন্দ্র সরকার ৷ এমনটাই জানা গিয়েছে ৷ সরকার স্থানীয়ভাবে উৎপাদিত প্রাকৃতিক গ্যাসের দাম দ্বি-বার্ষিকভাবে নির্ধারণ করে (government bi-annually fixes prices) ৷ যা অটোমোবাইলে ব্যবহারের জন্য সিএনজিতে রূপান্তরিত হয় ৷ এই গ্যাস রান্নার জন্য বেশিরভাগ পরিবারের রান্নাঘরে পাইপ দিয়ে পৌঁছয় ৷ এছাড়া বিদ্যুৎ উৎপাদন ও সার তৈরিতে ব্যবহৃত হয় ।
গভীর সমুদ্রের মতো এলাকায় কঠিন অবস্থায় পড়ে থাকা গ্যাসের ক্ষেত্রে দুটি ভিন্ন পদ্ধতিতে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ONGC) এবং অয়েল ইন্ডিয়া লিমিটেড (OIL) এর মতো জাতীয় তেল কোম্পানিগুলি লিগ্যাসি (legacy fields) বা পুরানো ক্ষেত্রগুলি থেকে উৎপাদিত গ্যাসের প্রদত্ত হার নিয়ন্ত্রণ করে ৷ ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের পর বিশ্বব্যাপী জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে ৷ এর ফলে স্থানীয়ভাবে উৎপাদিত গ্যাসের হার রেকর্ড মাত্রায় পৌঁছেছে ৷ লিগ্যাসি বা পুরাতন ক্ষেত্র থেকে গ্যাসের জন্য প্রতি মিলিয়ন ব্রিটিশ তাপ ইউনিটে মার্কিন মুদ্রায় 8.57 এবং কঠিন ক্ষেত্র থেকে পাওয়া গ্যাসের জন্য 12.46 প্রতি মিলিয়ন ব্রিটিশ তাপ ইউনিট ধার্য করা হয় ।