পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Cabinet to Consider Price caps on Gas: গ্যাসের দামে সর্বোচ্চ সীমা নির্ধারণের কথা ভাবছে কেন্দ্রীয় সরকার

কেন্দ্রীয় মন্ত্রিসভা (Union Cabinet) শীঘ্রই গ্যাসের দামের উপর ক্যাপ বা সর্বোচ্চ সীমা আরোপ (Price caps on Gas) করতে চলেছে ৷ এর ফলে গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে ৷

Price caps on Gas
গ্যাসের দাম

By

Published : Mar 26, 2023, 1:02 PM IST

Updated : Mar 26, 2023, 2:12 PM IST

নয়াদিল্লি, 26 মার্চ: সিএনজি (CNG) ব্যবহারকারী সার কোম্পানিগুলির ইনপুট খরচ নিয়ন্ত্রণে রাখার জন্য দেশে উৎপাদিত বেশিরভাগ প্রাকৃতিক গ্যাসের দামের উপর ক্যাপ বা সর্বোচ্চ সীমা আরোপ করার কথা শীঘ্রই বিবেচনা করতে পারে কেন্দ্র সরকার ৷ এমনটাই জানা গিয়েছে ৷ সরকার স্থানীয়ভাবে উৎপাদিত প্রাকৃতিক গ্যাসের দাম দ্বি-বার্ষিকভাবে নির্ধারণ করে (government bi-annually fixes prices) ৷ যা অটোমোবাইলে ব্যবহারের জন্য সিএনজিতে রূপান্তরিত হয় ৷ এই গ্যাস রান্নার জন্য বেশিরভাগ পরিবারের রান্নাঘরে পাইপ দিয়ে পৌঁছয় ৷ এছাড়া বিদ্যুৎ উৎপাদন ও সার তৈরিতে ব্যবহৃত হয় ।

গভীর সমুদ্রের মতো এলাকায় কঠিন অবস্থায় পড়ে থাকা গ্যাসের ক্ষেত্রে দুটি ভিন্ন পদ্ধতিতে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ONGC) এবং অয়েল ইন্ডিয়া লিমিটেড (OIL) এর মতো জাতীয় তেল কোম্পানিগুলি লিগ্যাসি (legacy fields) বা পুরানো ক্ষেত্রগুলি থেকে উৎপাদিত গ্যাসের প্রদত্ত হার নিয়ন্ত্রণ করে ৷ ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের পর বিশ্বব্যাপী জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে ৷ এর ফলে স্থানীয়ভাবে উৎপাদিত গ্যাসের হার রেকর্ড মাত্রায় পৌঁছেছে ৷ লিগ্যাসি বা পুরাতন ক্ষেত্র থেকে গ্যাসের জন্য প্রতি মিলিয়ন ব্রিটিশ তাপ ইউনিটে মার্কিন মুদ্রায় 8.57 এবং কঠিন ক্ষেত্র থেকে পাওয়া গ্যাসের জন্য 12.46 প্রতি মিলিয়ন ব্রিটিশ তাপ ইউনিট ধার্য করা হয় ।

এই গ্যাসের দামের হার 1 এপ্রিল সংশোধন করা হবে ৷ যার কারণে বর্তমান সূত্র অনুসারে, লিগ্যাসি ক্ষেত্র থেকে গ্যাসের দাম 10.7 মার্কিন ডলার প্রতি এমএমবিটিইউতে উঠতে পারে এবং কঠিন ক্ষেত্রগুলি থেকে গ্যাসের দামে সামান্য পরিবর্তন হয়েছে ৷ আগে গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে রান্নাঘরের জন্য সিএনজি এবং পাইপযুক্ত গ্যাসের দাম ইতিমধ্যেই 70 শতাংশ বেড়েছে ৷ 1 এপ্রিলের গ্যাসের দামের হার সংশোধন হলে তা আরও বাড়বে ।

সূত্রের খবর, কেন্দ্র সরকার গত বছর গ্যাসের দাম সংশোধনের জন্য কিরীট পারিখের (Kirit Parikh) অধীনে একটি কমিটি গঠন করেছিল ৷ যা উপভোক্তা এবং উৎপাদক উভয়ের স্বার্থে ভারসাম্য বজায় রাখে এবং একই সঙ্গে দেশের গ্যাস-ভিত্তিক অর্থনীতিতে পরিণত হওয়ার কারণকে এগিয়ে নিয়ে গিয়েছিল । কমিটি তাদের মূল্য নির্ধারণের জন্য উদ্বৃত্ত দেশগুলিতে গ্যাসের হার ব্যবহার করার বর্তমান অনুশীলনের পরিবর্তে লিগ্যাসি ক্ষেত্র থেকে গ্যাসের জন্য সূচক পরিবর্তন করে প্রচলিত ব্রেন্ট অশোধিত তেলের দামের 10 শতাংশে পরিবর্তন করার সুপারিশ করেছে ।

আরও পড়ুন:'নিউ ইয়ার গিফ্ট' ! বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় কটাক্ষ কংগ্রেসের

Last Updated : Mar 26, 2023, 2:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details