পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাংলা থেকে 4 , ত্রিপুরা থেকে প্রথম, মোদির মন্ত্রিসভায় তারুণ্যে জোর - কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল

নরেন্দ্র মোদির মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন রাজ্যের চারজন বিজেপি সাংসদ । সূত্রের খবর, চারজনকেই রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে ।

বাংলা থেকে 4 মন্ত্রী
ছবি

By

Published : Jul 7, 2021, 7:33 PM IST

Updated : Jul 7, 2021, 8:17 PM IST

নয়াদিল্লি, 7 জুলাই : শান্তনু ঠাকুর । জন বার্লা । নিশীথ প্রামাণিক । সুভাষ সরকার । চারজন কেন্দ্রীয় মন্ত্রী পেল বাংলা । আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদির মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন রাজ্যের চারজন বিজেপি সাংসদ । সূত্রের খবর, চারজনকেই রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে ।

ত্রিপুরার বিজেপি সাংসদ প্রতিমা ভৌমিকও আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন । ত্রিপুরা এই প্রথমবার কোনও প্রতিনিধিত্ব পেল কেন্দ্রীয় মন্ত্রিসভায় । মোট 43 জন সাংসদ আজ শপথ নিলেন মোদির মন্ত্রিসভার সদস্য হিসেবে । তাঁদের মধ্যে 15 জন থাকছেন পূর্ণমন্ত্রী ।

আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকাশ জাভড়েকর, রবি শঙ্কর এবং হর্ষ বর্ধনও । আজই তাঁরা কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন । নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সোনোয়াল, পশুপতি কুমার পারস, অনুরাগ ঠাকুর ।

নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভায় ওবিসি প্রতিনিধিত্ব থাকছে 27 জনের । মহিলা মুখ রয়েছেন 11 জন । চারজন এমন থাকছেন, যাঁরা আগে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন । নতুন মন্ত্রিসভায় আইনজীবী থাকছেন 13 জন, চিকিৎসক থাকছেন 6 জন এবং ইঞ্জিনিয়র থাকছেন 5 জন । রদবদলের পর গুজরাতের 5 জন এবং উত্তরপ্রদেশ থেকে 7 জন জায়গা পাচ্ছেন নতুন মন্ত্রিসভায় । নতুন মন্ত্রিসভায় 14 জনের বয়স 50 বছরের কম ।

Last Updated : Jul 7, 2021, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details