কলকাতা, 5 সেপ্টেম্বর: বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের অ্যাসিড টেস্ট ৷ মঙ্গলবার, 5 সেপ্টেম্বরের দিনটিকে এই ভাবেই ব্যাখ্যা করা যেতে পারে ৷ কারণ, বিজেপিকে হারাতে এই জোট তৈরি হওয়ার পর প্রথম কোনও নির্বাচন হচ্ছে দেশে ৷ প্রথম পরীক্ষায় গেরুয়া শিবিরকে কতটা টক্কর দিতে পারল ‘ইন্ডিয়া’ জোট, সেই উত্তরই এ দিন বন্দি হচ্ছে ইভিএম-এ ৷
যদিও উপ-নির্বাচন ৷ ছ’টি রাজ্যের সাতটি আসনে এই ভোট হচ্ছে ৷ তার পরও এই আসনগুলি ছড়িয়ে রয়েছে দেশের বিভিন্ন ভাগে ৷ তাই একেক জায়গায় একেকরকম রাজনৈতিক অঙ্কে ভোট চলছে ৷ সেই কারণে ফলাফল আগামিদিনে ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ রূপরেখা তৈরি করতে কার্যকরী ভূমিকা নিতে পারে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের ৷
মঙ্গলবার যে সাতটি আসনের উপ-নির্বাচন হচ্ছে, সেগুলি হল - ঝাড়খণ্ডের ডুমরি, ত্রিপুরার বক্সানগর ও ধনপুর, উত্তরাখণ্ডের বাগেশ্বর, উত্তরপ্রদেশের ঘোষি, কেরালার পুতুপল্লি এবং পশ্চিমবঙ্গের ধূপগুড়ি৷ এই আসনগুলির কোথায় ইন্ডিয়া জোটের কোনও একটি শরিকের সঙ্গে সরাসরি লড়াই হচ্ছে বিজেপির ৷ আবার কোথায় সম্মুখসমরে রয়েছে বিরোধী জোটের দুই শরিক ৷ কোথাও আবার বিজেপির বিরুদ্ধে আলাদাভাবে লড়াই হচ্ছে জোট শরিকদের ৷
আরও পড়ুন:‘ইন্ডিয়া’ জোটের দলগুলি এক হলে বিজেপির জয় অসম্ভব, দাবি রাহুল গান্ধির
ঠিক যেমন হচ্ছে পশ্চিমবঙ্গের ধূপগুড়ি আসনে ৷ 2021 সালে ওই আসনে জেতে বিজেপি ৷ জয়ী বিধায়ক বিষ্ণুপদ রায় সম্প্রতি প্রয়াত হয়েছেন ৷ সেই কারণে এই উপ-নির্বাচন ৷ এখানে বিজেপির বিরুদ্ধে মূল লড়াই তৃণমূলের ৷ কিন্তু ময়দানে রয়েছে কংগ্রেস ও সিপিএম ৷ তারা অবশ্য জোট করে লড়ছে ৷ ফলে এখানে ‘ইন্ডিয়া’ জোট কার্যত অস্তিত্বহীন ৷ বরং প্রচারে তৃণমূলের বিরুদ্ধে বারবার তোপ দাগতে দেখা গিয়েছে সিপিএম ও কংগ্রেসকে ৷
উত্তরপ্রদেশের ঘোষি আসনের ছবিটা অবশ্য ভিন্ন৷ সেখানে আবার মুখোমুখি লড়াই হচ্ছে বিজেপি ও ‘ইন্ডিয়া’ জোটের ৷ ওই আসনে 2022 সালে জিতেছিলেন সমাজবাদী পার্টির দারা সিং চৌহান ৷ তিনি বিজেপিতে যোগ দেওয়ায় ওই আসন থেকে পদত্যাগ করেন ৷ তাই সেখানে উপ-নির্বাচন হচ্ছে ৷ এই ভোটে বিজেপি দারা সিং চৌহানকেই প্রার্থী করেছে ৷ তাঁর বিরুদ্ধে রয়েছে সমাজবাদী পার্টির সুধাকর সিং ৷ বিজেপিকে যেমন এনডিএ-র শরিক দলগুলি সমর্থন করেছে ৷ তেমনই সপার পাশে রয়েছে কংগ্রেস, সিপিএম-সহ ‘ইন্ডিয়া’ জোটের একাধিক শরিক ৷
উত্তরাখণ্ডে বিজেপি সরকারের মন্ত্রী চন্দন রাম দাসের প্রয়াণে ফাঁকা হয়ে যায় বাগেশ্বর আসনটি ৷ ওই আসনে উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী করেছে চন্দন রাম দাসের বিধবা স্ত্রী পার্বতীকে ৷ এই আসনের পরিস্থিতি আবার অনেকটা পশ্চিমবঙ্গের মতো ৷ এখানে ‘ইন্ডিয়া’ জোটের শরিকরা আলাদাভাবে লড়ছে বিজেপির বিরুদ্ধে ৷ তবে মূল লড়াই কংগ্রেসের বিরুদ্ধেই হচ্ছে বিজেপির ৷