পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মধ্যপ্রদেশ উপনির্বাচন: ম্যাজিক ফিগার পার করল BJP, চারটি সিটে জয়ী কংগ্রেস - শিবরাজ সিং চৌহান

bypoll results update
মধ্যপ্রদেশ উপনির্বাচন

By

Published : Nov 10, 2020, 8:09 AM IST

Updated : Nov 10, 2020, 6:11 PM IST

18:07 November 10

মধ্যপ্রদেশের 28টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের গণনা । ক্ষমতা ধরে রাখতে BJP-র প্রয়োজন 8টি সিট । কংগ্রেসের 27টি । শিবরাজ সিংয়ের সরকার থাকবে না কি ফিরবেন কমলনাথ ? জ্যোতিরাদিত্যর মানরক্ষা কী হবে ? তা আজ ঠিক হয়ে যাবে ।

  • জনতার আশীর্বাদে জয়, বললেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷

18:05 November 10

  • উপনির্বাচনে কংগ্রেসের চতুর্থ জয় ৷

17:08 November 10

  • উপনির্বাচনে কংগ্রেসের দ্বিতীয় জয় ৷
  • জয়ী কংগ্রেস প্রার্থী রবীন্দ্র সিং তোমর ৷

17:06 November 10

  • হাটপিপল্যা সিট থেকে জয়ী BJP প্রার্থী মনোজ চৌধুরি ৷

17:05 November 10

  • উপনির্বাচনে BJP-র সপ্তম জয় ৷
  • মঙ্গাবলী থেকে জয়ী BJP প্রার্থী বৃজেন্দ্র সিং যাদব ৷

16:35 November 10

  • উপনির্বাচনে BJP-র ষষ্ঠ জয় ৷
  • সাঁচী থেকে জয়ী BJP প্রার্থী প্রভুরাম চৌধুরি ৷

16:32 November 10

  • উপনির্বাচনে খাতা খুলল কংগ্রেস ৷
  • রাজগড়ের ব্যবরা থেকে জয়ী কংগ্রেস প্রার্থী রামচন্দ্র দাংগি ৷

16:31 November 10

  • উপনির্বাচনে BJP-র পঞ্চম জয় ৷
  • বুরহানপুরের নেপানগর থেকে জিতলেন BJP প্রার্থী সুমিত্রা কাস্তেকর ৷

15:59 November 10

  • মধ্যপ্রদেশে উপনির্বাচনের ফলাফল নিয়ে বললেন দ্বিগ্বিজয় সিং ৷
  • নোটবন্দি জিতেছে, লোকতন্ত্র হেরেছে

15:58 November 10

  • মেহগাঁওয়ে এগিয়ে BJP প্রার্থী ওপিএস ভাদোরিয়া ৷

15:56 November 10

  • উপনির্বাচনের ফলাফল নিয়ে মধ্যপ্রদেশে BJP-র টুইট ৷

15:39 November 10

  • BJP সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টুইট করে জয়ী BJP প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন ৷

15:36 November 10

গুনার বামোরি থেকে জিতলেন BJP প্রার্থী মহেন্দ্র সিং সিসোদিয়া ৷ 

11:47 November 10

17টি আসনে BJP, 9টি আসনে কংগ্রেস এবং 1টি আসনে BSP এগিয়ে ।

11:19 November 10

28টি আসনেই তাঁরা জিতবেন । এখনও বলছেন দিগ্বিজয় সিং । 

11:08 November 10

15টি আসনে BJP, 8টি আসনে কংগ্রেস এবং 1টি আসনে BSP এগিয়ে ।

09:33 November 10

14টি আসনে BJP, 4টিতে কংগ্রেস ও একটিতে BSP প্রার্থী এগিয়ে

09:14 November 10

মন্দসৌরে BJP প্রার্থী এগিয়ে রয়েছে

09:06 November 10

সাতটি আসনে BJP ও একটি আসনে কংগ্রেস এগিয়ে 

08:43 November 10

চলছে গোয়ালিয়রে ভোটগণনা

07:18 November 10

গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তা জারি

Last Updated : Nov 10, 2020, 6:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details