নয়াদিল্লি, 26 জুন:যোগীরাজ্যে বিধানসভা নির্বাচনের পর লোকসভা উনির্বাচনেও (UP Lok Sabha By-Election Results 2022) জয়ের ধারা অব্যাহত রাখল শাসক বিজেপি ৷ উল্টোদিকে, আবারও পরাজয়ের মুখ দেখতে হল অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সমাজবাদী পার্টিকে (Samajwadi Party) ৷ রামপুর (Rampur) কেন্দ্রে বাকিদের হারিয়ে জয়ী হলেন বিজেপি প্রার্থী ঘনশ্যাম সিং লোধি (Ghanshyam Singh Lodhi) ৷ তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন সপা (SP)-এর হেভিওয়েট নেতা আজম খানের (Azam Khan) খাস লোক আসিম রাজা (Asim Raja) ৷ তাঁর সঙ্গে ঘনশ্য়াম সিং লোধির প্রাপ্ত ভোটের ব্যবধান প্রায় 42 হাজার ! রামপুরের পাশাপাশি উত্তরপ্রদেশের আজমগড়েও (Azamgarh) বিজেপি-র জয় হয়েছে ৷
প্রসঙ্গত,আজমগড়ে ভোট পড়েছিল 49.43 শতাংশ ৷ সপা নেতা অখিলেশ যাদবের অভিযোগ, বিজেপি ছাপ্পা করেই এই আসনে জয়লাভ করেছে ৷ এমনকী, বিজেপি-র বিরুদ্ধে সপা নেতা ও কর্মীদের হেনস্থা করারও অভিযোগ তুলেছেন অখিলেশ ৷ ভোটের দিন একাধিক কেন্দ্রে ইভিএম বিভ্রাটও ঘটে বলে দাবি করেছেন তিনি ৷ রামপুর নিয়েও একই মন্তব্য করেছেন অখিলেশ ৷ তাঁর কথায়, "রামপুর এবং আজমগড়ের উপনির্বাচনে জিততে ক্ষমতার অপব্যবহার করেছে বিজেপি ৷ তারা শান্তিপূর্ণভাবে ভোট করতে দেয়নি ৷ এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি ৷ তারা শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করেছে ৷ ভোটাররা নির্ভয়ে তাঁদের ভোট দিতে পারেননি ৷ বহু জায়গায় ছাপ্পা ভোট পড়েছে ৷"