পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

By-poll Result 2022: যোগীরাজ্যে অজেয় বিজেপি, দিল্লি জিতেও পঞ্জাবে ধাক্কা আপ-এর - দিল্লি

ত্রিপুরা বিধানসভা উপনির্বাচনের পাশাপাশি উত্তরপ্রদেশের লোকসভা উপনির্বাচনেও (UP Lok Sabha By-Election Results 2022) ভালে ফল করল বিজেপি ৷ দু'টি আসনেই জয়ী হল তারা ৷ অন্যদিকে, দিল্লিতে জয়ের স্বাদ পেলেও পঞ্জাব হতাশ করল আপ-কে ৷

By poll Results in uttar pradesh punjab and delhi
By-poll Result 2022: যোগীরাজ্যে অজেয় বিজেপি, দিল্লি জিতেও পঞ্জাবে ধাক্কা আপ-এর

By

Published : Jun 26, 2022, 7:14 PM IST

Updated : Jun 26, 2022, 7:35 PM IST

নয়াদিল্লি, 26 জুন:যোগীরাজ্যে বিধানসভা নির্বাচনের পর লোকসভা উনির্বাচনেও (UP Lok Sabha By-Election Results 2022) জয়ের ধারা অব্যাহত রাখল শাসক বিজেপি ৷ উল্টোদিকে, আবারও পরাজয়ের মুখ দেখতে হল অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সমাজবাদী পার্টিকে (Samajwadi Party) ৷ রামপুর (Rampur) কেন্দ্রে বাকিদের হারিয়ে জয়ী হলেন বিজেপি প্রার্থী ঘনশ্যাম সিং লোধি (Ghanshyam Singh Lodhi) ৷ তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন সপা (SP)-এর হেভিওয়েট নেতা আজম খানের (Azam Khan) খাস লোক আসিম রাজা (Asim Raja) ৷ তাঁর সঙ্গে ঘনশ্য়াম সিং লোধির প্রাপ্ত ভোটের ব্যবধান প্রায় 42 হাজার ! রামপুরের পাশাপাশি উত্তরপ্রদেশের আজমগড়েও (Azamgarh) বিজেপি-র জয় হয়েছে ৷

প্রসঙ্গত,আজমগড়ে ভোট পড়েছিল 49.43 শতাংশ ৷ সপা নেতা অখিলেশ যাদবের অভিযোগ, বিজেপি ছাপ্পা করেই এই আসনে জয়লাভ করেছে ৷ এমনকী, বিজেপি-র বিরুদ্ধে সপা নেতা ও কর্মীদের হেনস্থা করারও অভিযোগ তুলেছেন অখিলেশ ৷ ভোটের দিন একাধিক কেন্দ্রে ইভিএম বিভ্রাটও ঘটে বলে দাবি করেছেন তিনি ৷ রামপুর নিয়েও একই মন্তব্য করেছেন অখিলেশ ৷ তাঁর কথায়, "রামপুর এবং আজমগড়ের উপনির্বাচনে জিততে ক্ষমতার অপব্যবহার করেছে বিজেপি ৷ তারা শান্তিপূর্ণভাবে ভোট করতে দেয়নি ৷ এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি ৷ তারা শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করেছে ৷ ভোটাররা নির্ভয়ে তাঁদের ভোট দিতে পারেননি ৷ বহু জায়গায় ছাপ্পা ভোট পড়েছে ৷"

আরও পড়ুন:Tripura By-poll Result: ত্রিপুরায় ঘাসফুল ফুটবেই, তেইশের নির্বাচন নিয়ে আশাবাদী কুণাল

অন্যদিকে, রবিবার একইসঙ্গে জয় ও পরাজয়ের স্বাদ পেতে হল অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টিকে (Aam Aadmi Party) ৷ দিল্লিতে (Delhi) ঝাড়ু ফের কামাল দেখালেও হতাশ করল সদ্য জেতা পঞ্জাব (Punjab) ৷ দিল্লির রাজেন্দর নগর (Rajinder Nagar) বিধানসভা কেন্দ্রে জয়ী হলেন আপ (AAP) প্রার্থী দুর্গেশ পাঠক (Durgesh Pathak) ৷ নিকটতম প্রার্থীর থেকে 11 হাজার 555টি ভোট বেশি পেয়েছেন তিনি ৷ অন্যদিকে, পঞ্জাবের সংরুর (Sangrur) লোকসভা আসনেও উপনির্বাচন হয়েছিল ৷ এদিন তার ফল প্রকাশিত হয় ৷ আপ প্রার্থী গুরমেল সিংয়ের (Gurmail Singh) সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় শিরোণি অকালি দলের (অমৃতসর) প্রার্থী সিমরনজিৎ সিং মানের (Simranjit Singh Mann) ৷ শেষ হাসি হাসেন সিমরনজিৎই ৷

পঞ্জাব বিধানসভা নির্বাচনে আপ-এর পরাজয় দলীয় নেতৃত্বের কপালে ভাঁজ ফেলার পক্ষে যথেষ্ট বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ কারণ, সংরুর প্রাক্তন সাংসদ ছিলেন ভগবন্ত মান (Bhagwant Mann) ৷ তিনি পঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়ায় ওই লোকসভা আসনটি ফাঁকা হয়ে যায় ৷ উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর সেই ছেড়ে যাওয়া আসনটিই হারাতে হল আপ-কে ৷ ফলে লোকসভায় আপ-এর আর কোনও প্রতিনিধি থাকলেন না ! এটি একটি বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ সংরুর আসনে আপ-এর গুরমেলকে 5 হাজার 800টিরও বেশি ভোটে হারিয়েছেন সিমরনজিৎ ৷

Last Updated : Jun 26, 2022, 7:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details