পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

G20 summit in Delhi: জি20 সম্মেলনের জন্য দিল্লির ব্যবসায়ীদের ক্ষতি প্রায় 400 কোটি টাকা

Businessmen Lost Rs 400 crore Due to G20 Summit: এবার জি20 সম্মেলনের আয়োজক ছিল ভারত । যার জন্য ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে প্রস্তুতি নেওয়া হয় । সম্মেলনের অতিথিদের নিরাপত্তার কথা ভেবে পুরো দিল্লি তিন দিন (শুক্র থেকে রবিবার) বন্ধ রাখা হয়েছিল ৷ এর কারণে সেখানকার দোকানদারদের প্রায় 400 কোটি টাকার ক্ষতি হয়েছে ।

G20 summit in Delhi
G20 summit in Delhi

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 12:42 PM IST

নয়াদিল্লি, 11 সেপ্টেম্বর: জি20 শীর্ষ সম্মেলন ভারতের জন্য একটি দুর্দান্ত সাফল্য হতে পারে, তবে দোকান ও রেস্তরাঁগুলি বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে এই সম্মেলনের ৷ ইকোনমিক টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, প্রায় 400 কোটি টাকার ক্ষতি হয়েছে এবং প্রায় 9 হাজার ডেলিভারি কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন । কারণ, জি20-এর প্রস্তুতি ও আয়োজনের পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি এলাকার মার্কেট ও শপিং মল তিনদিন বন্ধ ছিল ।

ক্ষতিগ্রস্ত বিক্রেতারা দিল্লির প্রগতি ময়দানের আশেপাশেই ব্যবসা করেন মূলত ৷ তবে তার বাইরেও অনেক দোকানদারের বিক্রি অর্ধেকে নেমে এসেছে । কারণ, ট্রাফিক বিধিনিষেধের কারণে বাসিন্দারা বাড়ি থেকে বের হতে পারেননি ৷ নিউ দিল্লি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের (এনডিটিএ) সভাপতি অতুল ভার্গব বলেন, ‘‘বন্ধের এই তিনদিনে নয়াদিল্লির ব্যবসায়ীরা প্রায় 300-400 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে । আমরা এই অনুষ্ঠানের অপেক্ষায় ছিলাম, কিন্তু যেহেতু নিরাপত্তাই প্রধান উদ্বেগের বিষয় ছিল, তাই আমাদেরও মনে হয়েছিল অতিথিদের দেশের সঠিক ভাবমূর্তি নিয়ে ফিরে যাওয়া উচিত ।’’

উল্লেখ্য, জি20 সম্মেলনের জন্য 8 থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে নয়াদিল্লি জেলার সমস্ত বাণিজ্যিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান বন্ধ ছিল । দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে যে দিল্লিতে খাদ্য ও সরবরাহের সংখ্যা উভয়ই কমপক্ষে 50 শতাংশ কমে গিয়েছে ৷ এনসিআর-এ স্বাভাবিক সময়ের তুলনায় 20 শতাংশ কম হয়েছে বিক্রি ৷

অন্যদিকে, কিছু দোকানদারের দাবি, তাঁদের ব্যবসা শুধুমাত্র দিল্লিতে নয়, প্রভাব গুরুগ্রামেও দেখা গিয়েছে । কারণ, যানবাহন বন্ধ ছিল । তাই দিল্লি থেকে গুরুগ্রামে পণ্য যেতে পারেনি। এছাড়াও, খান মার্কেট, কনট প্লেস ও জনপথের মতো বাজারগুলি, যা দিল্লির শীর্ষ বাজারগুলির মধ্যে রয়েছে, সেখানে দোকান বন্ধ থাকায় ব্যবসায় ক্ষতি হয়েছে ৷

আরও পড়ুন:শেষ হল জি20 শীর্ষ সম্মেলন, ভারত কী কী পেল ?

এই বাজারগুলি কেনাকাটা এবং খাবারের জন্য নয়াদিল্লির অন্যতম মূল আকর্ষণ ৷ এখানে প্রচুর সংখ্যক বিদেশি পর্যটক আসেন৷ জি20 সম্মেলনের সময় এই বাজারগুলি খোলা থাকলে দোকানদারদের জন্য ভালো আয়ের সুযোগ ছিল ৷ সেই সুযোগ ব্যবসা বন্ধের কারণে দোকানিদের হাতছাড়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details