আসানসোল, 17 ফেব্রুয়ারি: হোটেলে ঢুকে মালিককে এলোপাথাড়ি গুলি । জমজমাট সন্ধ্যায় আসানসোলের একেবারে প্রাণকেন্দ্র ভগৎ সিং মোড়ের সামনেই সেনর্যালে রোডে এক হোটেল ব্যবসায়ীকে গুলি করল দুষ্কৃতীরা । হোটেলের লাউঞ্জে বসে থাকাকালীন দুই দুস্কৃতী সরাসরি তাঁর সামনে এসে এলোপাথাড়ি গুলি চালায় । ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ব্যবসায়ী । তাঁকে তড়িঘড়ি আসানসোলের সেনর্যালে রোডে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তাঁকে । সেখানে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় তাঁর (Shootout at Businessman in Asansol )।
জানা গিয়েছে, আসানসোলের সেনর্যালে রোডে মীরা নামে একটি হোটেল আছে । যার মালিক অরবিন্দ ভগত । রোজই সন্ধ্যায় হোটেলে এসে বসতেন তিনি । শুক্রবার সেইভাবেই হোটেলের লাউঞ্জে বসে ছিলেন অরবিন্দ ভগত । উলটোদিকে হোটেলের অন্যান্য গেস্টরাও ছিলেন । সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, দু'জন দুস্কৃতী হঠাৎ ঢুকে অরবিন্দ ভগতকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে । মাটিতেই লুটিয়ে পড়েন অরবিন্দ বাবু । দুস্কৃতীরা সহজেই বেরিয়ে যায় হোটেল থেকে । ঘটনার জেরে আসানসোলের সেনর্যালে রোডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ কমিশনার ।
এই ঘটনার প্রত্যক্ষদর্শী তথা ওই হোটেলের নিরাপত্তারক্ষী কালিদাস বাউরি বলেন, "দুজন দুষ্কৃতী এসেছিল । দু'জনেরই কপালে তিলক ছিল । একজন হেলমেট পরে, অন্যজন টুপি পরে এসেছিল । কিছু না-বলেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে । আমি বাধা দিতে গেলে আমাকেও মেরে দেওয়ার হুমকি দেয় । ভয়ে সরে আসি ।"