পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kanpur Businessman Dead: গোরক্ষপুরে পুলিশের প্রহারে মৃত ব্যবসায়ী, সাসপেন্ড অভিযুক্তরা - সাসপেন্ড অভিযুক্ত পুলিশকর্মীরা

গোরক্ষপুরের হোটেলে অভিযান চালানোর সময় এক ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ কর্তব্যরত 6 পুলিশ কর্মীর বিরুদ্ধে ৷ ঘটনায় ওই ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হলে তিনি সেখানেই মারা যান ৷ কর্তব্যে গাফিলতির অভিযোগে 6 পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে ৷

my-husband-was-killed-by-six-policemen-says-kanpur-businessmans-wife
গোরক্ষপুরে পুলিশের মারে মৃত 1 ব্যবসায়ী, কর্তব্যে গাফিলতিতে সাসপেন্ড অভিযুক্তরা

By

Published : Sep 30, 2021, 3:21 PM IST

কানপুর (উত্তরপ্রদেশ), 30 সেপ্টেম্বর : ছয় কর্তব্যরত পুলিশ কর্মীর বিরুদ্ধে এক ব্যবসায়ীকে মারধর এবং তাঁর জেরে মৃত্যুর অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের একটি হোটেলে ৷ ঘটনায় অভিযুক্ত 6 পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন গোরক্ষপুরের পুলিশ সুপার বিপিন টাডা ৷ অন্যদিকে, কর্তব্যরত থাকা অবস্থায় ওই পুলিশ কর্মীদের বিরুদ্ধে স্বামী হত্যার অভিযোগ করেছেন মৃত ব্যবসায়ী মণীশ গুপ্তার স্ত্রী মীনাক্ষী গুপ্তা ৷ জানা গিয়েছে, সম্পত্তি কেনাবেচা সংক্রান্ত ব্যবসা ছিল মণীশ গুপ্তার ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, কানপুরের ব্যবসায়ী মণীশ গুপ্তা তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে গোরক্ষপুর কাজের সূত্রে গিয়েছিলেন ৷ তাঁরা সেখানে যে হোটেলে উঠেছিলেন, সেখানে পুলিশ অভিযান চালায় ৷ অভিযোগ, পুলিশি অভিযানে 6 পুলিশ কর্মী মণীশ গুপ্তাকে বেধড়ক মারধর করে ৷ মারধরের জেরে তাঁর হাতে, মাথায় এবং শরীরের মাংসপেশীতে চোট লাগে ৷ ময়নাতদন্তের রিপোর্ট এমনটাই উল্লেখ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷ এই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে 6 পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে ৷

আরও পড়ুন : Sushil Kumar : 40 মিনিট লাগাতার মারধর সাগর ধনকড়কে, সুশীলদের চার্জশিটে উল্লেখ পুলিশের

এ নিয়ে গোরক্ষপুরের পুলিশ সুপার বিপিন টাডা জানিয়েছেন, হোটেল রুমে তল্লাশি অভিযানের সময় গাফিলতির অভিযোগে 6 পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে ৷ যেখানে ওই ব্যক্তি আহত হন ৷ পরবর্তী সময়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে, শারীরিক চোটের কারণে তাঁর মৃত্যু হয় ৷ গোরক্ষপুর উত্তরের পুলিশ সুপার পুরো ঘটনার তদন্ত করছেন ৷ এই ঘটনায় ওই 6 পুলিশ কর্মীর বিরুদ্ধে কর্তব্যরত অবস্থায় মণীশ গুপ্তাকে হত্যার অভিযোগ করেছেন তাঁর স্ত্রী মীনাক্ষী গুপ্তা ৷ তিনি বলেন, ‘‘আমি আমার ন্যায্য দাবি মুখ্যমন্ত্রীর কাছে রাখব ৷ কর্তব্যরত অবস্থায় 6 পুলিশকর্মী আমার স্বামীকে খুন করেছে ৷’’

আরও পড়ুন : House Wife Death : বধূ হত্যায় অভিযুক্ত বিএসএফে কর্মরত স্বামী-সহ চার, গ্রেফতার শ্বশুর, শাশুড়ি

এ নিয়ে কানপুরের জেলাশাসক বিকাশ আইয়ার বলেন, ‘‘আজকে কানপুর সফরে এসে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতের পরিবারের সঙ্গে দেখা করবেন ৷’’ কানপুরের পুলিশ কমিশনার অসীম অরুণ জানিয়েছেন, মৃত মণীশ গুপ্তার পরিবার মূলত তিনটি দাবি রেখেছেন ৷ যার মধ্যে প্রথমটি হল, এই ঘটনায় মামলা কানপুরে সরিয়ে নিয়ে আসার দাবি করা হয়েছে ৷ দুই, ক্ষতিপূরণ হিসেবে 50 লাখ টাকা দাবি করেছেন মৃতের স্ত্রী ৷ আর তিন হল, পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার দাবি জানানো হয়েছে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত ব্যবসায়ীর পরিবারকে 10 লাখ টাকার আর্থিক সাহায্য করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details