পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bihar Businessman Shot Dead: সম্পত্তি নিয়ে বিবাদ! গুলি করে হত্যা ব্যবসায়ীকে, প্রাণ গেল দেহরক্ষীরও - businessman and his bodyguard die

দুষ্কৃতীদের গুলিতে বিহারে মৃত্যু হল এক ব্যবসায়ী ও তাঁর দেহরক্ষীর ৷ ঘটনায় আহত আইনজীবী-সহ তিনজন ৷ সম্পত্তিগত বিরোধের জেরে এই ঘটনা বলে অনুমান পুলিশের ৷

Bihar Businessman Shot Dead
বিহারের ব্যবসায়ীকে হত্যা

By

Published : Jul 22, 2023, 10:23 AM IST

মুজাফফরপুর (বিহার), 22 জুলাই: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে আততায়ীদের গুলিতে খুন ব্যবসায়ী ও তাঁর দেহরক্ষী ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে বিহারের মুজাফফরপুরে ৷ নিহত ব্যবসায়ীর নাম আশুতোষ শাহি ৷ তিনি পেশায় প্রপার্টি ডিলার ছিলেন। দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ীর সঙ্গে ব্যক্তিগত দেহরক্ষীও ঘটনাস্থলেই মৃত্যু হয় । এই ঘটনায় আহত হয়েছেন তিনজন । তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে ৷ জানা গিয়েছে, আততায়ীরা দুটি বাইকে করে এসে ব্যবসায়ী ও তাঁর সঙ্গে থাকা লোকজনের উপর গুলিবর্ষণ করে ৷

গুলি লেগে ঘটনাস্থলেই ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং তিনজন জখম হয়েছেন ৷ সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অনুমান পুলিশের। চারজন আততায়ী এই ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে ৷ এসএসপি রাকেশ কুমার বলেন, "গোলাগুলিতে 2 জন নিহত ও তিনজন আহত হয়েছেন । আহতদের চিকিৎসা চলছে । দুটি বাইকে করে চার অভিযুক্ত এসেছিল । তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে ৷ তবে সম্পত্তির সমস্যার জেরে গুলি চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে ৷"

আহত তিনজনের মধ্যে তাঁর আর এক দেহরক্ষী ও আইনজীবী সৈয়দ কাসিম হাসান ওরফে ডলারও রয়েছেন । আইনজীবীর অবস্থা আশংকাজনক ৷ তিনি জানকি হাসপাতালে চিকিৎসাধীন । পুলিশ এ ব্যাপারে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে । ব্যবসায়ী হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

আরও পড়ুন:নিখোঁজ ব্যবসায়ীর দেহ উদ্ধার ঘরের মেঝের নীচ থেকে, গ্রেফতার অভিযুক্ত

পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ৷ তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও গ্রেফতার করা যায়নি ৷ পুলিশ আততায়ীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ৷ এমনকী যে বাইক দুটি করে দুষ্কৃতীরা এসেছিল সেগুলিরও খোঁজ করা হচ্ছে ৷ বাইকগুলি ধরা পড়লে আততায়ীদের সনাক্ত করতে সুবিধা হবে পুলিশ আধিকারিকদের বলে আশা করা হচ্ছে ৷ তবে প্রাথমিকভাবে সম্পত্তিগত বিবাদের জেরে এই হামলা চালানো হয়েছে মনে করলেও বাকি বিষয়গুলি একেবারে উড়িয়ে দিচ্ছে না পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details