উত্তরকাশী, 20 অগস্ট: উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা ৷ রবিবার বিকেলে গঙ্গনানী এলাকায় গঙ্গোত্রী ন্যাশনাল হাইওয়ে থেকে একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস গভীর খাদে গিয়ে পড়ে ৷ জানা গিয়েছে, ওই বাসে 33 জন তীর্থযাত্রী ছিলেন ৷ তাঁদের 8 জনের মৃত্যুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ বাকিদের আহত অবস্থায় উদ্ধার করা হয় ৷ উদ্ধারকার্য শেষ হয়েছে ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ তীর্থ আহতদের মধ্যে বাস
জানা গিয়েছে, ওই বাসটিতে গুজরাতের তীর্থযাত্রীরা ছিলেন ৷ গঙ্গোত্রী হাইওয়ে দিয়ে যাওয়ার সময় বাসটি পাশের গভীর খাদে গিয়ে পড়ে ৷ গঙ্গোত্রী ধাম থেকে উত্তরকাশী যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি দুর্ঘটনায় পড়ে ৷ ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে নামে জেলা পুলিশ-প্রশাসন ৷ রবিবার বিকেল 4টে 15 মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ৷ উদ্ধারেকাজে নামে এনডিআরএফ, এসডিআরএফ ও পুলিশ ৷ ঘটনাস্থলে যান উত্তরকাশীর জেলাশাসক অভিষেক রুহেলা এবং পুলিশ সুপার অর্পণ যদুবংশী ৷ জেলাশাসক জানিয়েছেন, দেরাদুনে হেলিকপ্টার তৈরি করে রাখা হয়েছে ৷ প্রয়োজনে আহতদের অন্যত্র পাঠানো হতে পারে ৷