পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Uttarakhand Bus Accident: উত্তরাখণ্ডে খাদে পড়ল বাস, মৃত 8 - Uttarakhand Bus Accident

খাদে বাস পড়ে উত্তরাখণ্ডে মৃত্যু হল 8 জনের ৷ রবিবার বিকেলে তীর্থযাত্রী বোঝাই বাসটি যখন গঙ্গোত্রী ধাম থেকে উত্তরকাশী যাচ্ছিল, তখন দুর্ঘটনাটি ঘটে ৷

ETV Bharat
উত্তরাখণ্ডে খাদে পড়ল বাস

By

Published : Aug 20, 2023, 7:22 PM IST

Updated : Aug 20, 2023, 9:46 PM IST

উত্তরকাশী, 20 অগস্ট: উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা ৷ রবিবার বিকেলে গঙ্গনানী এলাকায় গঙ্গোত্রী ন্যাশনাল হাইওয়ে থেকে একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস গভীর খাদে গিয়ে পড়ে ৷ জানা গিয়েছে, ওই বাসে 33 জন তীর্থযাত্রী ছিলেন ৷ তাঁদের 8 জনের মৃত্যুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ বাকিদের আহত অবস্থায় উদ্ধার করা হয় ৷ উদ্ধারকার্য শেষ হয়েছে ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ তীর্থ আহতদের মধ্যে বাস

জানা গিয়েছে, ওই বাসটিতে গুজরাতের তীর্থযাত্রীরা ছিলেন ৷ গঙ্গোত্রী হাইওয়ে দিয়ে যাওয়ার সময় বাসটি পাশের গভীর খাদে গিয়ে পড়ে ৷ গঙ্গোত্রী ধাম থেকে উত্তরকাশী যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি দুর্ঘটনায় পড়ে ৷ ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে নামে জেলা পুলিশ-প্রশাসন ৷ রবিবার বিকেল 4টে 15 মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ৷ উদ্ধারেকাজে নামে এনডিআরএফ, এসডিআরএফ ও পুলিশ ৷ ঘটনাস্থলে যান উত্তরকাশীর জেলাশাসক অভিষেক রুহেলা এবং পুলিশ সুপার অর্পণ যদুবংশী ৷ জেলাশাসক জানিয়েছেন, দেরাদুনে হেলিকপ্টার তৈরি করে রাখা হয়েছে ৷ প্রয়োজনে আহতদের অন্যত্র পাঠানো হতে পারে ৷

আরও পড়ুন: ধসে মৃত বেড়ে 17, হিমাচল পরিদর্শনে গিয়ে সবরকম সাহায্যের আশ্বাস নাড্ডার

জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি এদিন প্রায় 50 মিটার নীচে গিয়ে পড়ে ৷ কয়েকজন দুর্ঘটনাগ্রস্ত ওই বাসের মধ্যে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হলেও, পরে সবার খোঁজ মেলে ৷ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ৷ সামাজিক মাধ্যমে এক বার্তায় দুঃখ প্রকাশ করে তিনি লিখেছেন, এই দুর্ঘটনার খবর অত্যন্ত পীড়াদায়ক ৷ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে উদ্ধারকাজে সঠিকভাবে চালাতে ৷ মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন তিনি ৷ উল্লেখ্য, উত্তরাখণ্ডে এই মুহূর্তে প্রবল বর্ষণ হচ্ছে ৷ প্রাকৃতিক দুর্যোগের জেরে প্রায় 461 কোটি টাকার ক্ষতি হয়েছে এই পাহাড়ি রাজ্যে ৷

Last Updated : Aug 20, 2023, 9:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details