সিমলা(হিমাচল প্রদেশ), 27 জুলাই: খাদে পড়ল সরকারি বাস ৷ হিমাচল প্রদেশের সিমলার হীরা নগরে বুধবার বেলা আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে ৷ এইচআরটিসি(HRTC)-র ওই বাসটিতে 25 জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে ৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয় প্রশাসন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ৷ বাসটি কাংড়ার নাগরোটা থেকে সিমলার দিকে যাচ্ছিল ৷ তখনই দুপুর আড়াইটের দিকে বাসটি হীরানগরের কাছে রাস্তা থেকে খাদে পড়ে যায় ৷ তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি ৷