নয়াদিল্লি, 1 এপ্রিল: স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে আত্মহত্যা করলেন দিল্লির এক বাস চালক ৷ রাজধানীর রোহিনী অঞ্চলের ঘটনা ৷ পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে ৷
বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির রোহিনী অঞ্চলের নাহারপুরে ৷ আত্মহত্যকারী বাস চালকের নাম ধীরাজ যাদব (31) ৷ তিনি দিল্লি ট্রান্সপোর্ট করপোরেশনের কর্মী ছিলেন ৷ নিজের বাড়িতে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় ধীরাজ যাদবের দেহ উদ্ধার হয় ৷