পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Accident : ঝাড়খণ্ডে সড়ক দুর্ঘটনায় জখম 75 বাঙালি তীর্থযাত্রী - ঝাড়খণ্ড

ঝাড়খণ্ডের হাজারিবাগে সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন পশ্চিমবঙ্গে প্রায় 75 জন তীর্থযাত্রী ৷ তাঁরা বিহারের বৌদ্ধগয়া থেকে উত্তরপ্রদেশের বৃন্দাবনের দিকে যাচ্ছিলেন ৷ সেই সময়ই ওই বাসের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা হয় ৷ তাতেই গুরুতর জখম হয়েছেন বাসের যাত্রীরা ৷

Accident
Accident

By

Published : Nov 10, 2021, 12:45 PM IST

Updated : Nov 10, 2021, 1:08 PM IST

হাজারিবাগ (ঝাড়খণ্ড), 10 নভেম্বর : ঝাড়খণ্ডের হাজারিবাগে সড়ক দুর্ঘটনায় জখম হলেন পশ্চিমবঙ্গের প্রায় 75 জন তীর্থযাত্রী ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে চৌপারান থানা এলাকায় 2 নম্বর জাতীয় সড়কের দানুওয়া-ভানুওয়া ঘাটে । পুলিশ জানায়, তীর্থযাত্রীদের বাসটিতে প্রায় 75 জন ছিলেন ৷ দুর্ঘটনায় কমবেশি প্রত্যেকে জখম হয়েছেন ৷

জানা গিয়েছে, সোমবার রাতে বাঙালি তীর্থযাত্রী বোঝাই বাসটি বিহারের বৌদ্ধগয়া থেকে উত্তরপ্রদেশের বৃন্দাবনের দিকে যাচ্ছিল ৷ সেই সময় দানুওয়া-ভানুওয়া ঘাট এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে ধাক্কা বাসটি ৷ বাসে থাকা প্রায় 75 জন যাত্রীর প্রত্যেকেই জখম হয়েছেন ৷

হাজারিবাগে হাসপাতালে ভর্তি জখমরা

পুলিশ জানায়, ট্রাকটিকে ধাক্কা মারার সময় বাসের গতি ছিল যথেষ্ট ৷ তার ফলেই বাসে থাকা যাত্রীদের প্রত্যেকেই জখম হয়েছেন ৷ তাঁদের মধ্যে 9 জনের অবস্থা গুরুতর ৷ তীর্থযাত্রীরা সবাই পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বসিরহাটের বাসিন্দা ৷

জখমদের তৎক্ষণাৎ উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ৷ গুরুতর জখমদের হাজারিবাগ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু তাঁদের আত্মীয়রা তাঁদের ঝাড়খণ্ডের ওই হাসপাতালে ভর্তি না করে পশ্চিমবঙ্গে নিয়ে চলে আসেন ৷ পুলিশ বাসটিকে আটক করেছে ৷

আরও পড়ুন : Purulia Accident : জাতীয় সড়কে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত আরও ছয়

Last Updated : Nov 10, 2021, 1:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details