শ্রীনগর, 7 জুলাই: ভয়াবহ দুর্ঘটনা জম্মু-কাশ্মীরের উধমপুরে ৷ প্রায় 150 ফুট গভীর খাদে পরে গেল একটি যাত্রী বোঝাই ৷ বৃহস্পতিবার বিকেলে উধমপুরের রামনগর তেহসিলের কিয়া গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে (Udhampur Bus Accident) ৷ এই দুর্ঘটনায় 2 জন প্রাণ হারিয়েছেন ৷ আহত হয়েছেন 48 জন ৷
জানা গিয়েছে, বাসটিতে বিয়েবাড়ির যাত্রীরা ছিলেন ৷ বাসটি কোনওভাবে পিছলে গিয়ে উলটে যায় এদিন ৷ 150 ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে ৷ উদ্ধারকাজ ইতিমধ্যেই শুরু হয়েছে ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে ৷ সেখান থেকে গুরুতর আহতদের স্থানান্তরিত করা হয় জম্মু হাসপাতালে ৷ মনে করা হচ্ছে বাসটির গতিবেগ বেশি ছিল ৷ সেই কারণেই এই দুর্ঘটনাটি ঘটে ৷