জলন্ধর, 14 ডিসেম্বর: একদিন নিখোঁজ থাকার পর বাড়ির পিছন থেকে উদ্ধার তরুণীর দগ্ধ দেহ ৷ 18 বছরের তরুণীকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে পঞ্জাবের জলন্ধরে ৷ জানা গিয়েছে, মেয়েটি মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল এবং বুধবার তাঁর পোড়া দেহ উদ্ধার করা হয়েছে । ঘটনায় পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন পুলিশের ঊর্ধ্বতন কর্তারা। শহরের বস্তি বাওয়া খেল দা এলাকা থেকে দেহটি উদ্ধার করেছে পুলিশ। খালি প্লটের পাশের বস্তা থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ ৷ জানা গিয়েছে, নিহত তরুণী দশম শ্রেণির ছাত্রী ছিল । তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি । ঘটনাটি নিয়ে উত্তেজনা ছড়াচ্ছে দেখে পুলিশ দেহটি একটি দোকানের মধ্যে ঢুকিয়ে ভেতরে তালা দিয়ে শাটার বন্ধ করে দেয় ।
এই ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ জানা গিয়েছে, ডিসিপি প্রথমে বিষয়টি তদন্ত করতে আসেন । তারপর ঊর্ধ্বতন কর্তারা ঘটনাস্থলে পৌঁছন । পরিবার বলছে, মঙ্গলবার তরুণী নিখোঁজ হওয়ার পরই থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে পুলিশ কোনও পদক্ষেপ করার আগেই বুধবার সকালে একটি খালি প্লট থেকে তরুণীর দেহ পাওয়া যায় ।
এক পুলিশ আধিকারিক বলেন,"বাড়ির পিছন থেকেই মেয়েটির দেহ পাওয়া গিয়েছে । মেয়েটি গতকাল থেকে নিখোঁজ ছিল ৷ পরিবার তাকে খুঁজছিল এবং এর মধ্যেই তারা খালি প্লটে দেহ দেখতে পায় । মেয়েটির বাবার বক্তব্যের ভিত্তিতে আমরা একটি মামলা দায়ের করেছি এবং বিষয়টি তদন্ত করছি ।"