পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bulli Bai app case : গিটহাবের বিরুদ্ধে মামলার নির্দেশ জাতীয় মহিলা কমিশনের, বেঙ্গালুরুতে গ্রেফতার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

বুল্লি বাই অ্যাপ অপারেটিং সফ্টওয়্যার সংস্থা গিটহাবের বিরুদ্ধে মামলা রুজু করতে বলে দিল্লি পুলিশ কমিশনারকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন (NCW Directs Delhi Police to Register Fir Agsinst GitHub) ৷ সেই সঙ্গে দ্রুত বুল্লি বাইয়ের মতো অ্যাপগুলির বিরুদ্ধে কী পদক্ষেপ করা হচ্ছে, তা জানিয়ে রিপোর্ট পেশ করতে বলেছে কমিশন ৷ অন্যদিকে, বুল্লি বাই অ্যাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেঙ্গালুরু থেকে এক যুবককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের সাইবার সেল (Mumbai Cyber Cell Arrest One Suspect in Bulli Bai Case) ৷

By

Published : Jan 4, 2022, 10:48 AM IST

Updated : Jan 4, 2022, 1:40 PM IST

Bulli Bai app case
Bulli Bai app case

নয়াদিল্লি, 4 জানুয়ারি : বুল্লি বাই অ্যাপের সঙ্গে যোগ রয়েছে ৷ সেই অভিযোগে বছর 21’র এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে গ্রেফতার করল মুম্বই পুলিশের সাইবার সেল ৷ সোমবার ওই যুবককে বেঙ্গালুরু থেকে আটক করা হয় ৷ পরে তাকে গ্রেফতার করে পুলিশ ৷ তবে, মুম্বই পুলিশের তরফে ওই যুবকের পরিচয় প্রকাশ করা হয়নি ৷ তদন্তকারীরা অভিযুক্তের ওই যুবকের বিরুদ্ধে সাইবার অপরাধ এবং তথ্য ও প্রযুক্তি আইনে মামলা রুজু করেছে ৷ অন্যদিকে, বুল্লি বাই (Bulli bai) অ্যাপটি যে ‘গিটহাব’ সফ্টওয়্যারের মাধ্য়মে চলত, সেই সফ্টওয়্যার অপারেটিং সংস্থার বিরুদ্ধে মামলা রুজু করার দাবিতে দিল্লির পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে জাতীয় মহিলা কমিশন (NCW Directs Delhi Police to Register Fir Agsinst GitHub) ৷

প্রসঙ্গত, গিটহাব সফ্টওয়্যার ব্যবহার করে এর আগে ‘সুল্লি’ নামে একটি অ্যাপ চালানো হত (NCW on Bulli bai) ৷ যেখানে মহিলাদের নিয়ে আপত্তিকর এবং অসম্মানজনক পোস্ট করা হত ৷ এ নিয়ে জাতীয় মহিলা কমিশনের তরফে দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানাকে একটি চিঠি লেখা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, ‘‘সুল্লির পর এ নিয়ে দ্বিতীয়বার গিটহাব সফ্টওয়্যার ব্যবহার করে একই ঘটনা ঘটল ৷ যা কঠোর থেকে কঠোরতম ভাষায় নিন্দা করা উচিত ৷’’

প্রসঙ্গত, গিটহাব (GitHub) মাইক্রসফ্টের তৈরি একটি সফ্টওয়্যার অপারেটিং সিস্টেম ৷ যা ব্যবহার করে বুল্লি বাইয়ের মতো বহু অ্যাপ চালানো হয় ৷ আর সেই সফ্টওয়্যার অপারেটিং সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানিয়ে, দিল্লি পুলিশকে চিঠি দিয়েছে জাতীয় মহিলা কমিশন (NCW writes to Delhi Police Commissioner on GitHub) ৷ সেখানে ক্ষোভপ্রকাশ করে কমিশনের তরফে বলা হয়েছে, ‘‘সাইবার স্পেসে মহিলাদের বিরুদ্ধে হওয়া এমন জঘন্য অপরাধে কমিশন খুবই ক্ষুব্ধ এবং হতাশ ৷ আপনাদের এই বিষয়টির গুরুত্ব বুঝতে হবে এবং দ্রুত এফআইআর দায়ের করতে হবে ৷’’

আরও পড়ুন : Bulli Bai app blocked : মুসলিম মহিলাদের অসম্মানের অভিযোগ, ব্লক করা হল ‘বুল্লি বাই’ অ্যাপ

পাশাপাশি গিটহাব সফ্টওয়্যার ব্যবহার করে যাতে এমন ধরনের অপরাধ আর না হয়, তাও সুনিশ্চিত করতে বলা হয়েছে জাতীয় মহিলা কমিশনের তরফে ৷ সেই সঙ্গে ‘সুল্লি ডিল’ ঘটনার পরেও ওই সংস্থার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে কমিশন ৷ যা পুলিশ প্রশাসনের কাজ সম্পর্কে হতাশ করেছে মহিলা কমিশনকে ৷ পাশাপাশি ‘সুল্লি ডিল’ এবং ‘বিল্লু বাই’ দুই অ্যাপ অপারেটরদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে দ্রুত জাতীয় মহিলা কমিশনে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে ৷

অন্যদিকে, বেঙ্গালুরু থেকে এক যুবককে মুম্বই পুলিশের সাইবার সেলের আধিকারিকরা গ্রেফতার করেছে (Mumbai Cyber Cell Arrest One Suspect in Bulli Bai Case) ৷ তাঁর বিরুদ্ধে ‘বুল্লি বাই’ অ্যাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে ৷ রবিবার মুম্বই পুলিশের সাইবার শাখা একটি মামলা রুজু করে ‘বুল্লি বাই’ অ্যাপ ডেভেলপার এবং তাদের টুইটার হ্যান্ডেলের বিরুদ্ধে ৷ যে টুইটার হ্যান্ডেল থেকে অ্যাপটির প্রচার করা হয় ৷ যেখানে অজ্ঞাত পরিচয় অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন ধর্মীয় ক্ষেত্রে অপপ্রচার, জাতীয় ঐক্যে আঘাত, মহিলাদের আত্মমর্যাদা ক্ষুণ্ণ করা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷

Last Updated : Jan 4, 2022, 1:40 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details