পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 9, 2021, 2:48 PM IST

Updated : Nov 9, 2021, 3:14 PM IST

ETV Bharat / bharat

Lakhimpur Kheri Violence: লখিমপুরে গুলি মন্ত্রীর ছেলের রিভলবার থেকেই, উল্লেখ ফরেনসিক রিপোর্টে

কৃষকদের গাড়ি চাপা দেওয়ার পর, গাড়ি থেকে বেরিয়ে আশিস গুলি ছুড়তে ছুড়তে জমির উপর দিয়ে ছুটে পালিয়ে যান বলে প্রথম থেকেই অভিযোগ তুলে আসছিলেন আন্দোলনকারী কৃষকরা ৷ পুলিশ আশিসকে পালাতে সাহায্য করে বলেও অভিযোগ করেন তাঁরা ৷

bullets-fired-from-ashish-mishra-and-ankit-das-license-weapons-in-lakhimpur-kheri-reveals-forensic-report
আশিস মিশ্র ।

লখিমপুর খেরি-কাণ্ডে বিপদ বাড়ল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের । ঘটনার দিন তাঁর লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছিল বলে এ বার উঠে এল ফরেনসিক পরীক্ষায় । আশিস এবং তাঁর সহযোগী অঙ্কিত দাসের কাছে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক রয়েছে ৷ ঘটনার দিন দু’জনের বন্দুক থেকেই গুলি ছোড়া হয় বলে জানা গেল ৷

কৃষকদের গাড়ি চাপা দেওয়ার পর, গাড়ি থেকে বেরিয়ে আশিস গুলি ছুড়তে ছুড়তে জমির উপর দিয়ে ছুটে পালিয়ে যান বলে প্রথম থেকেই অভিযোগ তুলে আসছিলেন আন্দোলনকারী কৃষকরা ৷ পুলিশ আশিসকে পালাতে সাহায্য করে বলেও অভিযোগ করেন তাঁরা ৷ যদিও রাজ্য পুলিশ এবং মন্ত্রীর পরিবার সেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন ৷

শুধু তাই নয়, ঘটনার সময় আশিস গাড়িতে তো নয়ই, এলাকাতেই ছিলেন না বলে দাবি করে আসছিলেন মন্ত্রী ৷ কিন্তু কৃষকদের অভিযোগের ভিত্তিতে আশিস এবং তাঁর সহযোগীর বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছিল ৷ গত 15 অক্টোবর সেগুলিকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ এবার তার রিপোর্টেই গুলি চালানোর প্রমাণ মিলল ৷ এর ফলে, লখিমপুরের ঘটনায় মন্ত্রীপুত্র তাঁর সহযোগীর প্রত্যক্ষ যোগসূত্র উঠে এল বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন:Rahul Gandhi: ‘দুর্নীতিগ্রস্ত’ অগুস্তার সঙ্গেই লেনদেন কেন্দ্রের, মোদি সরকারকে একহাত কংগ্রেসের

বিতর্কিত তিনটি কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে গত এক বছরেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা ৷ কয়েক মাস আগে, একটি অনুষ্ঠানে তাঁদের কার্যত হুমকি দিতে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রীকে ৷ সেই নিয়ে বিক্ষোভ দেখাতেই গত 3 অক্টোবর লখিমপুর খেরিতে একজোট হন কৃষকরা ৷ এলাকায় একটি কুস্তি প্রতিযোগিতায় যোগ দেওয়ার কথা ছিল মন্ত্রীর ৷ সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা ছিল কৃষকদের ৷

কিন্তু বিক্ষোভের খবর পেয়ে ওই দিন পূর্ব নির্ধারিত জায়গায় মন্ত্রীর হেলিকপ্টার নামেনি ৷ তা জানতে পেরে কৃষকরা যখন অন্য রাস্তা ধরেন, সেই সময় পিছন থেকে তাঁদের পিষে দিয়ে চলে যায় এক এসইউভি গাড়ি ৷ গতি কমায়নি পিছনে থাকা অন্য দু’টি গাড়িও ৷ এর মধ্যে কৃষকদের পিষে দেওয়া গাড়িটি মন্ত্রীর পরিবারের নামে নথিভুক্ত ৷ ঘটনার সময় মন্ত্রীর ছেলে নিজে চালকের আসনে ছিলেন বলে দাবি কৃষকদের ৷ যদিও শুরু থেকেই সেই দাবি অস্বীকার করে আসছেন মন্ত্রী এবং তাঁর অভিযুক্ত ছেলে ৷

ওই দিন মন্ত্রীর ছেলের গাড়ির চাকায় পিষে চার জন কৃষক এবং এক সাংবাদিকের মৃত্যু হয় ৷ পরে পরিস্থিতি হিংসাত্মক হয়ে উঠলে মৃত্যু হয় দুই বিজেপি কর্মী এবং মন্ত্রীর ছেলের গাড়ির চালক হিসেবে কাজ করা এক যুবকের ৷ দীর্ঘ টালবাহানার পর মন্ত্র্রীর ছেলেকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ ৷ মামলা পৌঁছায় সুপ্রিম কোর্টে ৷ সেখানে সোমবারই উত্তরপ্রদেশ সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত ৷ নেতার ছেলেকে বাঁচাতে তদন্তে ঢিলেমি করা হচ্ছে বলে রাজ্য সরকার এবং পুলিশ-প্রশাসনকে বেঁধেন বিচারপতি ।

আরও পড়ুন:Maharashtra: ভ্য়াকসিন না নিলে কর্মীদের বেতন নয়, সিদ্ধান্ত থানে পৌরনিগমের

Last Updated : Nov 9, 2021, 3:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details