বারাণসী, 6 অগস্ট: শুরুটা হয়েছিল মার্চ মাসে ৷ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সময়৷ যত দিন যাচ্ছে ততই উত্তরপ্রদেশের সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছে 'বুলডোজার' ৷ বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তাঁর সমর্থকরা 'বুলডোজার বাবা' বলে ডাকতেন (Bulldogger is becoming popular in UP) ৷ পাশাপাশি প্রাক্তন বিজেপি নেত্রী শর্মার মন্তব্য নিয়েও বিশৃঙ্খলা দেখা দেয় ৷ সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনাও ঘটে ৷
এমতাবস্থায় অভিযুক্তদের বাড়ি ভাঙতেও বুলডোজারের সাহায্য নেয় প্রশাসন ৷ তবে এই ঘটনায় শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল যোগী সরকারকে ৷ এবার বুলডোজার রাখির দেখা মিলল উত্তরপ্রদেশে ৷ পূর্বাঞ্চলের বিভিন্ন বাজারে ইতিমধ্যেই দেখা মিলছে বুলডোজার রাখির ৷ এর পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া রাখিও মন কাড়ছে ক্রেতাদের ৷