থানে (মহারাষ্ট্র), 29 এপ্রিল:মহারাষ্ট্রেবহুতল ভেঙে নিহত 4 ব্যক্তি ৷ এখন পর্যন্ত 10 জনকে উদ্ধার করা গিয়েছে ৷ অনেকেই ধ্বংসস্তুপের নীচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে ৷ শনিবার দুপুরে মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডি এলাকা দুর্ঘটনাট ঘটেছে ৷ তিনতলা এই বাড়িটির নীচের তলাটি বাণিজ্যিক কাজে ব্যবহার হলেও প্রথম, দ্বিতীয় ও ততীয় তলায় আবাসিকরা থাকতেন ৷ আহতরা স্থানীয় ভিওয়ান্ডি ইন্দিরাগান্ধি উপজিলা হাসপাতালে চিকিৎসাধীন ৷ এদিন দুপুরে হঠাৎই ভেঙে পড়ে তিনতলা ওই আবাসনটি ৷
জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান অবিনাশ সাওয়ান্ত বলেন, "মানকোলির (Mankoli) ভালপদা (Valpada) এলাকার ওর্ধামান আবাসনে ঘটনাটি ঘটে (Wardhaman Compound) ৷ এদিন দুপুরে নীচের তলায় কর্মীরা যখন গোডাউনে কাজ করছিলেন, সেই সময়েই দুর্ঘটনাটি ঘটেছে ৷ ঘটনার 7 ঘণ্টা পরেও উদ্ধারকার্য চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ৷ দ্রুত ধ্বংস্তূপের মধ্যে আটকে পড়া ব্যক্তিদের বের করে আনার চেষ্টা চলছে ৷"