বেহরোর, 13 নভেন্বর:বাড়ির সামনের উঠোনে মোষটি বাঁধা ছিল । ঠিক সেসময়েই মাথার উপর দিয়ে যাচ্ছিল একটি হেলিকপ্টার । সেটির 'বিকট আওয়াজেই' মারা যায় মোষটি (Strange Occurrence in Alwar) । এমনই দাবি করেছেন মোষের মালিক শুধু তাই নয়, গাফিলতির অভিযোগ তুলে পাইলটের নামে থানাতেও অভিযোগ জানিয়েছেন তিনি । ঘটনাটি ঘটেছে রাজস্থানের বেহরোরে (Application Against Helicopter Pilot) ।
গ্রামবাসীদের দাবি, হেলিকপ্টারের বিকট শব্দে বাড়িতে বাঁধা মোষটি মারা গেছে (Loud Sound of Helicopter) । বিষয়টি স্থানীয় প্রশাসনকেও জানিয়েছেন গ্রামবাসীরা । পাইলটের গাফিলতির কথা জানিয়ে বেহরোর থানায় একটি এফআইআর নথিভুক্ত করার আবেদন করেছেন মোষটির মালিক (Behror Buffalo Death Case) ।
জানা গিয়েছে, বিধায়ক বলজিৎ যাদবের সমর্থকদের ধন্যবাদ যাত্রার সময় হেলিকপ্টার থেকে ফুল বর্ষণ করে কৃতজ্ঞতা প্রকাশ করার কর্মসূচি ছিল । রবিবার হেলিকপ্টারটি বেহরোর এলাকায় ফুল বর্ষণ করছিল । মালিক বলবীরের অভিযোগ, হেলিকপ্টারটি 10 ফুট উঁচু থেকে ফুল বর্ষণ করছিল (Flower Rain in Every Village of Behror) । তাতেই বিকট আওয়াজে মোষটির বেঘোরে প্রাণ গিয়েছে ।