নয়াদিল্লি, 8 মার্চ : সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ সকাল থেকেই তুলকালাম হল রাজ্যসভা । প্রশ্নোত্তর পর্বের শুরুতেই পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি সংক্রান্ত ইস্যুতে আলোচনার প্রস্তাব দেন কংগ্রেসের সাংসদরা ৷ স্লোগানও তোলেন অধিবেশন কক্ষের ভিতরে ৷ হইচইয়ের জেরে প্রথমে 11 টা পর্যন্ত মুলতবি করা হয় অধিবেশন । তারপরেও অধিবেশন চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় দুপুর 1 টা পর্যন্ত মুলতবি করা হয় রাজ্যসভার অধিবেশন ।
পাঁচ রাজ্যের বিধানসভা ভোট, কৃষক আন্দোলন এবং পেট্রল, ডিজ়েল ও রান্নার গ্যাস লাগামছাড়া মূল্যবৃদ্ধির মতো ইস্যুগুলি নিয়ে আজ সংসদের উভয় কক্ষ আলোচনা হওয়ার কথা ছিল । শেষ কয়েকদিনে পেট্রল-ডিজ়েলে দামে খুব একটা হেরফের না হলেও বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে লাগাতার বেড়েছে জ্বালানি তেলের দাম । বিরোধী দলগুলির তরফে বিভিন্নভাবে প্রতিবাদও জানানো হয়েছে । কেউ চালিয়েছেন সাইকেল, কেউ আবার গোরুর গাড়ি । কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখা গিয়েছিল ইলেকট্রিক স্কুটারে রাস্তায় নামতে ।
একইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দামও । ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন শেষবার রান্নার গ্যাসের দাম বাড়িয়েছিল 27 ফেব্রুয়ারি । রাজধানীতে সিলিন্ডারপিছু এলপিজির দাম বেড়েছিল 91 টাকাল 17 পয়সা । এক ধাপে এতটা টাকা আগে কখনও বাড়েনি । তারপর থেকে অবশ্য চারটি মেট্রো শহরেই রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে ।