পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Budget Session 2023: ভারতের বাজেট বিশ্বকে আশার আলো দেখাবে, মত প্রধানমন্ত্রীর - ভারতের বাজেট বিশ্বকে আশার আলো দেখাবে

মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মাধ্যমে সংসদে শুরু হল বাজেট অধিবেশন (Budget Session 2023) ৷ তার আগে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

By

Published : Jan 31, 2023, 12:48 PM IST

নয়াদিল্লি, 31 জানুয়ারি: বিশ্বের অর্থনীতিতে (World Economy) ভারত বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে ৷ মঙ্গলবার এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ এদিন সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশন ৷ সেই অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে প্রথামাফিক সংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রধানমন্ত্রী ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ একই সঙ্গে এই নিয়ে তাঁর আরও বক্তব্য হল, অর্থনীতিতে বিশ্বকে ইতিবাচক বার্তা দিচ্ছে ভারত ৷ আশার আলোও দেখাচ্ছে ৷ যা নতুন উৎসাহ তৈরি করেছে অর্থনৈতিক ক্ষেত্রে ৷

সংসদের বাজেট অধিবেশন শুরু হয় রাষ্ট্রপতির ভাষণ দিয়ে ৷ সংসদের সেন্ট্রাল হলে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে ওই ভাষণ দেন রাষ্ট্রপতি ৷ এবার রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার এই ভাষণ দেন দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন সেই কথাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী ৷

তাঁর কথায়, সর্বত্র আশা ও প্রত্যাশা আছে । আজ একটি গুরুত্বপূর্ণ দিন । বর্তমান রাষ্ট্রপতি সংসদের যৌথকক্ষে ভাষণ দেবেন । তাঁর ভাষণ ভারতের সংবিধানের গর্ব, গণতন্ত্রের জন্য গর্ব । এটা দেশের সব নারীর জন্য সম্মানের । এটি দেশের আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যের জন্য একটি সম্মান ৷ তিনি আরও বলেন, ‘‘যখন সংসদে কোনও সদস্য প্রথমবারের মতো কথা বলেন, তখন অন্য সদস্যদের সমর্থন ও সম্মান পান ৷ এটাই আমাদের ঐতিহ্য । রাষ্ট্রপতির জন্যও এটি প্রথম উপলক্ষ যখন তিনি সংসদের সম্মানিত সদস্যদের সামনে ভাষণ দেবেন । তাই আমি সংসদের সকল সদস্যের পক্ষ থেকে আশা করি যে এটি তাঁর জন্য স্মরণীয় মুহূর্ত হয়ে উঠবে ৷’’

এর পর প্রধানমন্ত্রী বলেন, ‘‘বিশ্বের এই পরিবর্তিত পরিস্থিতিতে বাজেটের দিকে কড়া নজর রাখছে সারা বিশ্ব । এই অনিশ্চিত আর্থিক পরিস্থিতিতে, বাজেট শুধুমাত্র দেশের মানুষের আশা-আকাঙ্খা পূরণের চেষ্টাই করবে না ৷ বরং এটি বিশ্বের জন্য আশা আলো হয়ে উঠবে ও নির্মলাজি অবশ্যই আকাঙ্খা পূরণ করবেন ৷’’ এখানে উল্লেখ করা প্রয়োজন, আগামিকাল বুধবার লোকসভায় 2023-24 আর্থিক বছরের জন্য বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

তিনি আরও জানান, ভারতীয় ও নাগরিক হিসেবে স্বপ্নকে এগিয়ে নিয়ে যাব ৷ বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব থাকলেও উন্নয়ন ৷ রাষ্ট্রপতির ভাষণে অংশ নেওয়ার সময় সকলে সেটা মনে রাখবেন বলেও আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন:দ্বিতীয় পর্বে মোদি সরকারের কাজের প্রশংসা রাষ্ট্রপতির বাজেট ভাষণে

ABOUT THE AUTHOR

...view details