পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহুয়ার পাশে দাঁড়িয়েছিলেন, এবার দলবিরোধী কাজের অভিযোগে দানিশ আলিকেই সাসপেন্ড করল বিএসপি - বিএসপি

BSP suspends MP Danish Ali: লোকসভা সদস্য দানিশ আলিকে দলবিরোধী কার্যকলাপের জন্য বরখাস্ত করেছে বিএসপি ৷ মায়াবতীর নেতৃত্বাধীন বিএসপি এই মুহূর্তে কেন্দ্রের শাসক জোটের পাশাপাশি বিরোধীদের থেকেও সমদূরত্ব বজায় রাখলেও দানিশ আলিকে সক্রিয়ভাবে বিজেপির নীতিগুলিকে তীব্র আক্রমণ করার পাশাপাশি বিরোধী শিবিরেও যোগ দিতে দেখা গিয়েছে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2023, 10:53 PM IST

নয়াদিল্লি, 9 ডিসেম্বর:দলবিরোধী কাজের অভিযোগে লোকসভা সাংসদ দানিশ আলিকে সাসপেন্ড করল মায়াবতীর দলবহুজন সমাজ পার্টি (বিএসপি) ৷ শনিবার তাদের লোকসভা সদস্য দানিশ আলিকে দলবিরোধী কার্যকলাপের জন্য বরখাস্ত করেছে বলে জানা গিয়েছে। দলের তরফে সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দলের উত্তর প্রদেশ ইউনিটের মতে আমরোহার সাংসদ দানিশ আলিকে দল বিরোধী কার্যকলাপের জন্য বরখাস্ত করা হয়েছে।

অনৈতিক আচরণের জন্য তৃণমূল সংসদ সদস্য মহুয়া মৈত্রকে বহিষ্কার করার সরকারের প্রস্তাবের প্রতিবাদে শুক্রবার অন্যান্য বিরোধী সাংসদদের সঙ্গে দানিশ আলিও লোকসভার কার্যক্রম থেকে ওয়াক আউট করেন ৷ আর এর একদিন পরেই পদক্ষেপ নেওয়া হয়েছে দলের তরফে। কারণ হিসাবে জানা যাচ্ছে, মহুয়া মৈত্র ইস্যুতে ওইদিন অন্যান্য বহুজন সমাজ পার্টি (বিএসপি) সদস্যরা সংসদেই বসে ছিলেন। একমাত্র দানিশ আলিই ওয়াক আউট করেন ৷

মায়াবতীর নেতৃত্বাধীন বিএসপি এই মুহূর্তে কেন্দ্রের শাসক জোটের পাশাপাশি বিরোধীদের থেকেও সমদূরত্ব বজায় রাখলেও দানিশ আলিকে সক্রিয়ভাবে বিজেপির নীতিগুলিকে তীব্র আক্রমণ করার পাশাপাশি বিরোধী শিবিরেও যোগ দিতে দেখা গিয়েছে ৷ দলের সাধারণ সম্পাদক সতীশ চন্দ্র মিশ্র দানিশ আলিকে চিঠি লিখে জানিয়েছে, "আপনাকে বহুবার মৌখিকভাবে বলা হয়েছিল যে, আপনি দলের নীতি, আদর্শ এবং শৃঙ্খলার বিরুদ্ধে কোনও বিবৃতি দেবেন না বা কোনও পদক্ষেপ করবেন না ৷ কিন্তু তা সত্ত্বেও আপনি প্রতিনিয়ত দলের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।" একই সঙ্গে, দলের সাধারণ সম্পাদক দালিশ আলিকে মনে করিয়ে দিয়েছেন, তিনি 2018 সাল পর্যন্ত এইচডি দেবগৌড়ার জনতা দলের (ধর্মনিরপেক্ষ) সদস্য ছিলেন।

চিঠিতে লেখা হয়েছে, "দেবগৌড়ার অনুরোধে, আপনাকে বহুজন সমাজ পার্টির প্রার্থী হিসাবে আমরোহা থেকে টিকিট দেওয়া হয়েছিল এবং এই টিকিট দেওয়ার আগে, দেবেগৌড়া আশ্বাসও দিয়েছিলেন যে, আপনি সর্বদা বহুজনদের সমস্ত নীতি ও নির্দেশ মেনে চলবেন। সমাজ পার্টি এবং দলের স্বার্থে কাজ করবেন ৷” তাঁর দেওয়া আশ্বাস ভুলে দলবিরোধী কর্মকাণ্ডে দানিশ আলির লিপ্ত থাকার অভিযোগ তুলেছে দল। চিঠিতে বলা হয়েছে, "অতএব, এখন, দলের স্বার্থে, আপনাকে অবিলম্বে বহুজন সমাজ পার্টির সদস্যপদ থেকে বরখাস্ত করা হচ্ছে ৷"

ABOUT THE AUTHOR

...view details