লখনউ, 10 ডিসেম্বর:বহুজন সমাজ পার্টি (বিএসপি)-তে 'ভাইপো' জমানার শুরু ৷ এবার বিএসপি প্রধান মায়াবতী সাফ জানিয়ে দিলেন, তাঁর উত্তরাধিকার ভাইপো আকাশ আনন্দ ৷ রবিবার নিজের ভাইপো আকাশ আনন্দের হাতেই দলের রাশ তুলে দিয়ে মায়াবতী সাফ জানিয়ে দিয়েছেন, তিনিই বকলমে তাঁর উত্তরাধিকার ৷ এমনটাই জানিয়েছেন, মায়াবতীর দলেরই এক শীর্ষ স্থানীয় নেতা ৷
বিএসপির শাহজাহানপুর জেলা শাখার প্রধান উদয়বীর সিং এদিন সাংবাদিকদের বলেন, "আকাশ আনন্দকে মায়াবতীজি নিজের 'উত্তরাধিকারী' বলে ঘোষণা করেছেন ৷" একই সঙ্গে উদয়বীর সিং আরও বলেন, "তাঁকে (আনন্দ) উত্তরপ্রদেশ ছাড়া সারা দেশে দলের সংগঠনকে শক্তিশালী করার দায়িত্বও দেওয়া হয়েছে ৷" অন্যদিকে উদয়বীর সিং যাই বলুন, দলের আনুষ্ঠানিক বিবৃতিতে অবশ্য এমন কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
তবে উদয়বীর সিং দাবি করেছেন যে, মায়াবতী জেলায় একটি বৈঠকের সময় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন ৷ যেই বৈঠকে গোটা দেশেরই বিএসপির নেতারা উপস্থিত ছিলেন। তাঁর কথায়, "মায়াবতী বলেছেন আনন্দ তাঁর পরে দলের উত্তরাধিকারী হবেন।" 2019 সালের লোকসভা ভোটের সময় প্রথমবার প্রচারের আলোয় এসেছিলেন আকাশ আনন্দ। লোকসভা ভোটের তারকা প্রচারক হিসাবে বিএসপির তালিকায় দুই নম্বরে নাম ছিল তাঁর ৷ সদ্য সমাপ্ত চার রাজ্যের বিধানসভা ভোটেও বিএসপির পারফরম্যান্সের দায় নিয়েছেন আকাশ। রাজস্থানে বিএসপি দু’টি আসন দখল করেছে। অন্য রাজ্যগুলিতে নিজের ভোট শতাংশও যতদূর সম্ভব অটুট রাখার কৃতিত্বও অনেকেই আকাশকে দিয়েছেন। রাজস্থানে তাঁর ‘স্বাভিমান সঙ্কল্প যাত্রা’য় সাড়া মিলেছিল ভালোই, এমনটাই দাবি দলের নেতাদের। সুতরাং দলনেতা হিসাবে তাঁর অভিষেক যে স্রেফ সময়ের অপেক্ষা, তা বুঝতে পেরেছিলেন মায়াবতীর অনুগামীরা। এদিন কার্যত তাই ঘোষণা হল ! (পিটিআই)
আরও পড়ুন:
- আদিবাসী সমাজ থেকে মুখ্যমন্ত্রী পেল ছত্তিশগড়, বিষ্ণু দেও সাইয়ের নামে সিলমোহর বিজেপির
- প্রতিশ্রুতি রাখলেন, মহিলাদের জন্য বিনামূল্যে আরটিসি বাস পরিষেবা চালু তেলেঙ্গানার নয়া মুখ্যমন্ত্রীর