পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

BSF Shot Down Pakistani Drone: অমৃতসর-সীমান্তে ফের পাকিস্তানি ড্রোন, গুলি করে নামাল বিএসএফ - পাকিস্তানি ড্রোন

ফের একটি পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামাল বিএসএফ (BSF Shot Down A Pakistani Drone on Border in Amritsar) ৷ রবিবার সন্ধ্যায় ড্রোনটি অমৃতসরের রাজাতল গ্রামের কাছে সেটিকে চিহ্নিত করেন জওয়ানরা ৷

BSF Shot Down A Pakistani Drone ETV BHARAT
অমৃতসরে সীমান্তে ফের পাকিস্তানি ড্রোন

By

Published : Dec 26, 2022, 1:34 PM IST

Updated : Dec 26, 2022, 3:26 PM IST

অমৃতসর, 26 ডিসেম্বর: আবারও অমৃতসরে পাকিস্তানি ড্রোন উদ্ধার করল বিএসএফ ৷ সেটিকে পাকিস্তান সীমান্তের কাছে একটি ক্ষেতের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে বলে খবর ৷ বিএসএফ আধিকারিকরা মনে করছেন, ড্রোনটি সীমান্তের ওপার থেকেই এসেছে (BSF Shot Down A Pakistani Drone on Border in Amritsar) ৷ কারণ, জওয়ানরা যখন ওই ড্রোনটিকে দেখেন, সেই সময় সেটি ভারতীয় ভূ-খণ্ডের অনেকটা ভিতরে ছিল ৷ ড্রোনটিকে দেখতে পেয়ে গুলি করে নামায় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা ৷

বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, সীমান্তে মোতায়েন বিএসএফ জওয়ানরা রবিবার সন্ধ্যে 7টা 40 মিনিট নাগাদ একটি শব্দ শুনতে পান ৷ প্রাথমিকভাবে জওয়ানরা বুঝতে পারেন, সেটি কোনও উড়ন্ত বস্তুর প্রপেলারের শব্দ ৷ অমৃতসরের রাজাতল গ্রামের কাছ থেকে এই শব্দ শোনা যাচ্ছিল ৷ সেই শব্দ শুনে উড়ন্ত বস্তুটিকে খুঁজে বের করে এবং সেটিকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ-এর জওয়ানরা ৷ এর পরেই গ্রামের দিকে একটি দলকে তল্লাশি অভিযানে পাঠানো হয় ৷ সেই তল্লাশিতে একটি ক্ষেতের মধ্যে থেকে ড্রোনটি উদ্ধার হয় ৷

বিএসএফ-এর তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, "25 ডিসেম্বর 2022, সন্ধ্যে 7টা 40 মিনিট নাগাদ সীমান্তে মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্স একটি উড়ন্ত বস্তুর শব্দ শুনতে পান ৷ যেটি পাকিস্তানের দিক থেকে ভারতীয় সীমান্তে প্রবেশ করেছিল ৷ বাহিনী সেটিকে গুলি করে অমৃতসর জেলার রাজাতল গ্রামের কাছে নামায় ৷ পুরো এলাকা বাহিনী এবং পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে ৷ পুরো বিষয়টি তদন্ত করে দেখার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে খবর দেওয়া হয়েছে ৷"

প্রসঙ্গত, গত 22 ডিসেম্বর রাতে অমৃতসর সেক্টরে পাকিস্তানের একটি ড্রোনকে গুলি করে নামায় বিএসএফ ৷ অমৃতসর সেক্টরের পুলমোরান সীমান্তে পাকিস্তানের ওই ড্রোনটি সীমান্তরক্ষী বাহিনীর নজরে আসে ৷ বিএসএফ-এর দেওয়া তথ্য অনুযায়ী, অমৃতসর সেক্টরের দাওকে সীমান্তের আউট পোস্টে মোতায়েন জওয়ানরা গত মঙ্গলবার সন্ধ্যায় একটি ড্রোনকে গুলি করে নামিয়ে ছিল ৷ তবে, সেটি পাকিস্তানি ভূখণ্ডে পড়ে থাকতে দেখা গিয়েছে ৷

আরও পড়ুন:অমৃতসর সেক্টরে পাকিস্তানের ড্রোন গুলি করে নামাল বিএসএফ

প্রসঙ্গত, বিএসএফ-এর দেওয়া তথ্য অনুযায়ী, গত 2 মাসে অমৃতসর সেক্টরের সীমান্তে নিরাপত্তা বাহিনী পাকিস্তানের 4টি ড্রোন গুলি করে নামিয়েছে ৷ বিএসএফ-এর 101 নম্বর ব্যাটেলিয়ান গত 21 ডিসেম্বর ফিরোজপুর সেক্টরে হরভজন সীমান্ত আউট পোস্টে একটি ড্রোনকে গুলি করে নামায় ৷ 22 ডিসেম্বর সকালে তল্লাশিতে একটি মাঠের উপর থেকে সেটিকে উদ্ধার করা হয় ৷ প্রসঙ্গত, সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে ভারতের মাদক সরবরাহ করা হচ্ছিল ৷ সেক্ষেত্রেও বিএসএফ-এর তৎপরতায় সেই চক্রান্ত বানচাল হয় ৷ বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্তও করে সীমান্তরক্ষী বাহিনী ৷

Last Updated : Dec 26, 2022, 3:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details