অমৃতসর (পঞ্জাব), 29 নভেম্বর: পাকিস্তানের (Pakistan) দিক থেকে উড়ে আসা একটি ড্রোন গুলি করে নামাল বিএসএফ (BSF) ৷ মঙ্গলবার পঞ্জাবের অমৃতসর জেলার চাহারপুর গ্রামে আন্তর্জাতিক সীমান্ত বরাবর এই ঘটনাটি ঘটেছে ৷ সঙ্গে ওই এলাকা ঘিরে ফেলেন বিএসএফ জওয়ানরা ৷ ঘটনাস্থলে যায় পুলিশ ৷ শুরু হয় তল্লাশি অভিযান ৷
ওই তল্লাশি অভিযানে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা একটি হেক্সাকপ্টার উদ্ধার করেছে ৷ স্থানীয় একটি চাষের খেতে সেটি পড়েছিল ৷ যা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল ৷ এর সঙ্গে সাদা রংয়ের পলিথিনে কিছু জড়ানো ছিল ৷ সেটি কী তা আপাতত খতিয়ে দেখার কাজ চলছে ৷
তবে এই প্রথম নয়৷ এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে ৷ চলতি মাসের 8 তারিখ রাতে পাকিস্তান সীমান্তে (Pakistan Border) একটি ড্রোন (Drone) গুলি করে নামায় বিএসএফ ৷ ঘটনাটি ঘটে পঞ্জাবের ফিরোজপুর জেলায় ৷ পাকিস্তানের দিক থেকে ড্রোনটি ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়েছিল ৷
সেই সময় বিএসএফের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ফিরোজপুরের একটি গ্রামে ঘটে ৷ ওই গ্রাম একেবারে পাকিস্তান সীমান্তে অবস্থিত ৷ সেখানে বিএসএফের 136 নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৷ সেই রাতে 11টা 25 মিনিট নাগাদ জওয়ানরা একটি শব্দ শুনতে পান ৷ তখনই তাঁরা অনুমান করেন যে ড্রোন উড়ছে আকাশে ৷ পরে ড্রোনটিকে গুলি করে নামানো হয় (BSF Shoots Down Pak Drone) ৷ পরে ওই এলাকায় বিএসএফ ও পঞ্জাব পুলিশ (Punjab Police) তল্লাশি অভিযান চালায় ৷ সেই অভিযান ওই ড্রোন উদ্ধার হয় ৷
গত অক্টোবরের শুরুতেও এমন ঘটনা ঘটেছিল ৷ তখন পঞ্জাবের অমৃতসরের চান্না গ্রামে পাকিস্তানের দিক থেকে একটি ঢুকে পড়ে ৷ সেবারও রাতেই ঘটনাটি ঘটেছিল ৷ তখনও ওই ড্রোন গুলি করে নামিয়েছিল বিএসএফ ৷ গোয়েন্দা সূত্রে খবর, বিভিন্ন কারণে ড্রোনের ব্যবহার করা হয় পাকিস্তানের দিক থেকে ৷ কখনও গোয়েন্দাগিরির জন্য পাঠানো হয় ৷ আবার কখনও অস্ত্র, বিস্ফোরক পাঠাতে ব্যবহার করা হয় ড্রোন ৷ এমনকী মাদক পাচারেও ব্যবহার করা হচ্ছে ৷
আরও পড়ুন:সীমান্তের ওপার থেকে ড্রোন এসে সন্দেহজনক প্যাকেট ফেলল ভূস্বর্গে !