আগরতলা, 10 মে : দফায় দফায় তল্লাশি চালিয়ে 14.38 লাখ টাকার বেআইনি ও চোরাকলীন জিনিস উদ্ধার করল বিএসএফ ৷ বিএসএফের কর্মকর্তারা জানিয়েছেন, ত্রিপুরার সিপাহিজালা জেলা পুলিশের অধীনে ভারত-বাংলাদেশ সীমান্তে অভিযান চালিয়ে বেআইনি জিনিসগুলি বাজেয়াপ্ত করা হয় ৷
বিএসএফের এক আধিকারিক বলেন, "চোরাচালানকারীদের কাছ থেকে 25টি গবাদি পশু, 16 কেজি গাঁজা , 25 বোতল ফেনসিডিল, 38টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে ৷ যার বাজারদর আনুমানিক 14 লাখ টাকা ৷ পাশপাশি যে 38টি মোবাইল ফোন উদ্ধার করা হয়, তার বাজারদর 8 লাখ টাকা ৷