পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

BSF Shot Down Pakistani Drone: ফের পঞ্জাবে পাক সীমান্তে গুলি করে ড্রোন নামাল বিএসএফ, উদ্ধার মাদক

বিএসএফ জওয়ানরা শনিবার রাত 9 টার দিকে অমৃতসরের আটারি সীমান্তের কাছে একটি পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামায় ৷ তার থেকে সন্দেহজনক একটি মাদকের প্যাকেট উদ্ধার হয়েছে । গুলিবর্ষণের পর ড্রোনটিকে ভারতীয় সীমান্তের পুল-মৌরের মাঠে পাওয়া যায় ।

Pakistani Drone
পাকিস্তানি ড্রোন ভারতে

By

Published : May 21, 2023, 12:28 PM IST

অমৃতসর, 21 মে: ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে চোরাকারবারীদের মাদক চোরাচালান অব্যাহত । তবে সীমান্তে মোতায়েন সীমান্তরক্ষী বাহিনীর (বর্ডার সিকিউরিটি ফোর্স) জওয়ানদের তৎপরতায় বার বার তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে । শনিবার আবারও বিএসএফ গুলি করে নামাল একটি পাকিস্তানি ড্রোনকে ৷ পঞ্জাবের অমৃতসরের আটারি সীমান্তের কাছে পুল মৌরান বিওপি (সীমান্ত পর্যবেক্ষণ পোস্ট) এর কাছে ড্রোনটিকে গুলি করে নামানো হয় ।

জানা গিয়েছে, শনিবার রাত 9টার দিকে ভারতীয় সীমান্তে ড্রোনটি প্রবেশ করে। সেই সময় 22 ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা টহলে ছিলেন । রাত 9টার দিকে পাকিস্তানের দিক থেকে ড্রোনের নড়াচড়ার শব্দ শুনতে পান তাঁরা । এরপর ড্রোনটিকে দেখা মাত্রই সেটি লক্ষ্য করে গুলি চালানো হয় । বিএসএফ পঞ্জাব ফ্রন্টিয়ার অফিসিয়াল টুইটে এই তথ্য শেয়ার করেছে এবং লিখেছে, "দু'দিনের মধ্যে এটি চতুর্থ ড্রোন যেটিকে বিএসএফ গুলি করে নামিয়েছে । গুলি করার পর নীচে পড়ে যাওয়া ড্রোন থেকে সন্দেহভাজন মাদকদ্রব্যের প্যাকেট উদ্ধার করা হয়েছে ।"

সূত্রের খবর, ড্রোনের শব্দ শুনে বিএসএফ জওয়ানরা অবস্থান নেয় এবং ড্রোনটি দৃশ্যমান হওয়ার সঙ্গে সঙ্গে গুলি চালাতে শুরু করে তাঁরা । কিছুক্ষণ পর ড্রোনের শব্দ থেমে যায় ও সেটি নীচে পড়ে যায় । ভারতীয় সীমান্তে ঢোকার সময় ড্রোনটির শব্দ শুনতে পান বিএসএফ সদস্যরা। এরপর ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয় । প্রায় এক ঘণ্টা চেষ্টার পর পুল-মৌরের মাঠ থেকে ড্রোনটিকে উদ্ধার করা হয় । ড্রোনের সঙ্গে একটি বড় হলুদ প্যাকেট ছিল । নিরাপত্তার কারণে সেটি এখনও খোলা হয়নি বলে জানা গিয়েছে । বিএসএফ জওয়ানরা সন্দেহ করছেন ওই প্যাকেটের মধ্যে মাদক রয়েছে ৷ আবারও পাকিস্তানের চোরাকারবারীরা ভারতে মাদক চোরাচালান করছিল বলে প্রাথমিক অনুমান সীমান্তরক্ষী বাহিনীর।

আরও পড়ুন:ফের সীমান্তে পাকিস্তানি ড্রোনের হানা, গুলি চালাল বিএসএফ

ABOUT THE AUTHOR

...view details