ইম্ফল, 6 জুন: বিএসএফের এক জওয়ান শহিদ হয়েছেন মণিপুরে ৷ মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷ ওই ঘটনায় অসম রাইফেলসের দু’জন আহতও হয়েছেন ৷ মণিপুরের সেরু এলাকায় সন্দেহভাজন কুকি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের জেরে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷
প্রশাসনের তরফে জানানো হয়েছে, কাকচিং জেলার সুগনুর সেরু এলাকার একটি স্কুলে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে । বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন, সন্দেহভাজন কুকি দুষ্কৃতীরা ভোর 4টে 15 মিনিট নাগাদ সেরু প্রাকটিক্যাল হাই স্কুলে মোতায়েন বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে শুরু করে । গুলির লড়াইয়ের সময় কনস্টেবল রঞ্জিত যাদব গুলিবিদ্ধ হন ৷ তাঁকে কাকচিং জীবন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷
টুইটারে ভারতীয় সেনাবাহিনীর স্পিয়ার কর্পসের ডিমাপুরে সদর দফতরের তরফে জানানো হয়েছে, অসম রাইফেলসের দু'জন আহত জওয়ানকে বিমানে মণিপুরের মন্ত্রীপুখরিতে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানেই তাঁদের চিকিৎসা চলছে ৷ অন্যদিকে ঘটনাটি যেখানে ঘটেছে, সেখানে অনুসন্ধান অভিযান চলছে ৷ তবে আহত জওয়ানদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি ৷