পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

BSF Jawan Shot Himself: ছত্তিশগড়ে আত্মঘাতী বিএসএফ জওয়ান, কারণ স্পষ্ট নয় - বিএসএফ জওয়ান

ছত্তিশগড়ের কানকের জেলায় কর্তব্যরত অবস্থায় আত্মঘাতী হলেন এক বিএসএফ জওয়ান ৷ শনিবার নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়েই তিনি আত্মঘাতী হন বলে খবর ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2023, 5:11 PM IST

কানকের (ছত্তিশগড়), 29 অক্টোবর: ছত্তিশগড়ের কানকের জেলায় নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক বিএসএফ জওয়ান ৷ মৃত জওয়ানের নাম বাল্মীকি সিনহা ৷ শনিবার ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ৷ মাওবাদী প্রভাবিত উত্তর বস্তার অঞ্চলে অবস্থিত এই জেলা ৷ এখানে নিরাপত্তা বাহিনীর একটি ক্যাম্পের সুরক্ষায় মোতায়েন ছিলেন ওই বিএসএফ জওয়ান ৷ ক্যাম্পের মধ্যেই তিনি আত্মঘাতী হন ৷ তবে কী কারণে ওই বিএসএফ জওয়ান আত্মহত্যার পথ বেছে নিলেন তা এখনও স্পষ্ট নয় ৷ পুলিশ ও বিএসএফ আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছেন ৷

রাওঘাট থানা অঞ্চলের সারঙ্গীপাল ক্যাম্পে ওই ঘটনাটি ঘটে ৷ এই প্রসঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার খেমন সিনহা জানিয়েছেন, শনিবার ডিউটিতেই মোতায়েন ছিলেন বাল্মীকি সিনহা নামে ওই বিএসএফ জওয়ান ৷ হঠাৎই ব্যারাকে গুলি চলার শব্দ শোনা যায় ৷ এরপর অন্যান্য জওয়ানরা ছুটে ঘটনাস্থলে যান ৷ দেখা যায় বাল্মীকি সিনহা নামে ওই বিএসএফ জওয়ান রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন ৷ কিন্তু তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ওই জওয়ানের মৃত্যু হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা ৷

উল্লেখ্য, আর আগে এই জেলারই হল্বা চৌকিতে মোতায়েন এক বিএসএফ জওয়ান নিজেকে গুলি করে আত্মঘাতী হন ৷ সেই ঘটনার তদন্তের পর পুলিশ জানায়, প্রেমিকা ব্ল্যাকমেল করায় ওই জওয়ান আত্মঘাতী হন ৷ অর্থাৎ, মাওবাদী প্রভাবিত এই এলাকায় কর্তব্যরত অবস্থায় কোনও জওয়ানের মৃত্যু এই প্রথম নয় ৷ এর আগেও এরকম ঘটনা ঘটেছে ৷

আরও পড়ুন: কেরলের কনভেনশন সেন্টারে বিস্ফোরণে মৃত 1, আহত বেশ কয়েকজন; তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগামী মাসে বিধানসভা নির্বাচন ছত্তিশগড়ে ৷ এবার 2 দফায় বিধানসভা ভোটপর্ব অনুষ্ঠিত হবে এই রাজ্যে ৷ 7 নভেম্বর প্রথম দফা ও 17 নভেম্বর দ্বিতীয় দফার ভোট ৷ মাওবাদী প্রভাবিত এলাকায় এই ভোট নিয়ে তাই তৎপরতা শুরু হয়েছে নিরাপত্তা বাহিনীগুলির মধ্যে ৷ তারমধ্যেই এক বিএসএফ জওয়ানের আত্মহত্যার খবর এল ৷

ABOUT THE AUTHOR

...view details